ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খালেদাকে নাসিম শোকের মাসে ভুয়া জন্মদিন পালন করবেন না

প্রকাশিত: ০৭:৫৩, ২ আগস্ট ২০১৭

খালেদাকে নাসিম শোকের মাসে ভুয়া জন্মদিন পালন করবেন না

স্টাফ রিপোর্টার ॥ শোকের মাসে কেক কেটে ভুয়া জন্মদিন পালন না করার জন্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও তার দলীয় লোকজনের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বিএনপির উদ্দেশে তিনি বলেন, জাতির জনকের রক্তের ওপর দাঁড়িয়ে ভুয়া জন্মদিন পালন করে দেশবাসীর সঙ্গে তামাশা করবেন না। দেশবাসী এই তামাশা মেনে নেবে না। মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘চিকুনগুনিয়া ২০১৭ : ঢাকা এক্সপেরিয়েন্স’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডাঃ ইকবাল আর্সলান প্রমুখ। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, দৃষ্টিশক্তি হারাতে বসা তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান যাতে একটি চোখেও দেখতে পান সে জন্য চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা করছেন। সিদ্দিকুর দেশে ফিরলেই তাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যাগে চাকরি দেয়া হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে চিকুনগুনিয়া সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এর প্রকোপ কমেছে। চিকুনগুনিয়াকে কোনভাবেই মহামারী বলা যাবে না। এ ধরনের কথাবার্তা না বলে দায়িত্বশীল কথাবার্তা বলতে হবে।
×