ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সজীব কুমার বসু;###;প্রাবন্ধিক;###;বি.এ (সম্মান) ১ম শ্রেণি ;###;এম. এ ১ম শ্রেণি;###;এম. ফিল গবেষক, ;###;দর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

বিসিএস কর্নার

প্রকাশিত: ০৭:০৫, ২ আগস্ট ২০১৭

বিসিএস কর্নার

(১) বর্তমানে মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোথায় অবস্থিত ? (ক) আগারগাঁও (খ) রমনা (গ) শাহবাগ (ঘ) ধানম-ি (২) মুক্তিযুদ্ধের সর্বেচ্চ ভাস্কর্যের নাম কি ? (ক) বীর (খ) গৌরব (গ) উনসত্তর (ঘ) একাত্তর (৩) বর্তমানে দেশে সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় কতটি ? (ক) ১টি (খ) ২টি (গ) ৩টি (ঘ) ৪টি (৪) বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ হিন্দি ভাষায় অনুবাদ করে কে ? (ক) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় (খ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (গ) ভারতের সংস্কৃতি মন্ত্রণালয় (ঘ) বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয় (৫) ফাদার অব অল বোম্বস কোন দেশের তৈরি ? (ক) ফান্স (খ) চীন (গ) যুক্তরাষাষ্ট্র (ঘ) রাশিয়া (৬) একটি শেয়ারের দাম গতকাল ২০% কমেছে ও আজ তা বেড়েছে ৩০%। মোট বৃদ্ধি বা হ্রাসের হার কত ? (ক) ১০% বৃদ্ধি (খ) ৬% বৃদ্ধি (গ) ৪% বৃদ্ধি (ঘ) ৪% হ্রাস (৭) ৫৬ জন শ্রমিক একটি কাজ ২১ দিনে শেষ করতে পারে। ১৪ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক নিয়োগ করতে হবে ? (ক) ২৪ জন (খ) ২৮ জন (গ) ২৬ জন (ঘ) ৩০ জন (৮) একটি দ্রব্য বিক্রয় করে ১০% ক্ষতি হল, বিক্রয়মূল্য ১৩৫ টাকা বেশি হলে বিক্রেতার ২০% লাভ হত, দ্রব্যটির ক্রয়মুল্য কত ? (ক) ৪৮০ টাকা (খ) ৪৫০ টাকা (গ) ৪৬০ টাকা (ঘ) ৪২০ টাকা উত্তরঃ ১-ক, ২-ক, ৩-গ, ৪-খ, ৫-ঘ, ৬-গ, ৭-খ, ৮-খ,
×