ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সুজনের সুস্থতা কামনায় ক্রিকেটাররা

প্রকাশিত: ০৬:০৫, ২ আগস্ট ২০১৭

সুজনের সুস্থতা কামনায়  ক্রিকেটাররা

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক খালেদ মাহমুদ সুজনের জন্য ক্রিকেটাররা প্রার্থনা করেছেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেই আশাই করেছেন। দোয়া কামনাও করেছেন। গত শনিবার রাতে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েছিলেন সুজন। অবস্থা এতটাই সঙ্কটাপন্ন হয়ে পড়েছিল তাকে হাসপাতালে লাইফ সাপোর্ট পর্যন্ত রাখা হয়েছিল। আশার কথা সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সাবেক এই ক্রিকেটারের অবস্থা এখন আগের চেয়েও উন্নতির দিকে। তার ব্রেইন স্ট্রোক হয়েছিল বলে জানা গেছে। শুরুতে অবস্থা খুব বেশি গুরুতর হওয়ায় কোমায় চলে গিয়েছিলেন। এ সময় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। অবস্থা খানিকটা উন্নতি হওয়ায় লাইফ সাপোর্ট খুলে তাকে আইসিইউতে রাখা হয়। বিসিবির গেম ডেভলপমেন্ট বিভাগের প্রধান সুজনকে উন্নত চিকিৎসার জন্য সোমবার দিবাগত রাতে সিঙ্গাপুর নেয়া হয়েছে। তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। শঙ্কা কাটেনি বলেই বিদেশে তার চিকিৎসার বন্দোবস্ত করেছে বিসিবি। বাংলাদেশ সময় অনুযায়ী রাত ১২.৫০ মিনিটে সুজনকে বহন করা বিমানটি (এয়ার এ্যাম্বুলেন্স) সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়ে। সিঙ্গাপুরের গ্রিনিগলস হাসপাতালে নেয়ার কথা সুজনকে। প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নেয়া হয় জাতীয় দলের সাবেক এ অধিনায়ককে। এরপর ?অবস্থার কোন উন্নতি না হওয়ায় পরদিন ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। ইউনাইটেডে থাকতেই সুজনকে দেখতে যান জাতীয় দলের নির্ভরযোগ্য ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। প্রিয় মানুষটির অসুস্থতার খবর পেয়ে ছুটে যান। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, ‘একজন অসাধারণ হৃদয়ের মানুষ সুজন ভাই। তাকে এভাবে দেখতে চাইনি আমরা। হাসপাতালের বিছানায় শুয়ে আছেন তিনি। আল্লাহর কাছে দোয়া চাই তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। সুজন ভাইয়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছেও দোয়া চাইছি।’ সুজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেও ভুলেননি বর্তমান জাতীয় দলের এই অভিজ্ঞ ব্যাটসম্যান, ‘আজ আমি মাহমুদুল্লাহ হতে পেরেছি সুজন ভাইয়ের জন্যই। ক্যারিয়ারের শুরু থেকে আজ পর্যন্ত তিনি যেভাবে আমাকে বুদ্ধি ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন এর জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা আমার নেই।’ সুজনের সুস্থতা কামনা করেছেন দলের বাকি ক্রিকেটাররাও। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেই বার্তা ক্রিকেটাররা দিয়েছেনও। জাতীয় দলের বাইরে থাকা পেসার রবিউল ইসলাম শিপলু তার টেস্ট অভিষেকের কথা স্মরণ করে লিখেছেন, ‘২০১০ সালে ইংল্যান্ডে খালেদ মাহমুদ সুজন চাচার হাত থেকে টেস্ট ক্যাপ নিয়ে আমার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়। আজকে (রবিবার) সুজন চাচা হার্ট এ্যাটাক (ব্রেইন স্ট্রোক) করেছেন। সবাই তারজন্য দোয়া করবেন যেন আল্লাহর রহমতে ইনশাল্লাহ আবার হাসিমুখে আমাদের মাঝে ফিরে আসেন।’
×