ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কানাডিয়ান ওপেন ধরে রাখলেন ভ্যাগাস

প্রকাশিত: ০৫:৫৬, ২ আগস্ট ২০১৭

কানাডিয়ান ওপেন ধরে রাখলেন ভ্যাগাস

স্পোর্টস রিপোর্টার ॥ ভেনিজুয়েলার গলফার জোনাথন ভ্যাগাস প্লে-অফ জিতে ধরে রেখেছেন কানাডিয়ান ওপেনের শিরোপা। গত বছরও তিনি ইউএস পিজিএ ট্যুরের অধীনে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের চার্লি হফম্যানকে পেছনে ফেলেছেন প্লে-অফে। কারণ উভয়ের মধ্যে চরম প্রতিদ্বন্দ্বিতা চলছিল। তারা ৭১ হোল শেষ করেন ২১ আন্ডার পার ২৬৭ পয়েন্ট স্কোর নিয়ে। ওন্টারিওর ওকভিলে গ্লেন এ্যাবে কোর্সে প্লে-অফ শুরুর পরও জোর প্রতিদ্বন্দ্বিতা হয়েছে ভ্যাগাস-হফম্যানের মধ্যে। কিন্তু তৃতীয় শটে সামান্য এগিয়ে থাকার সুবাদে শেষ পর্যন্ত বিজয় ছিনিয়ে নেন ভ্যাগাস। এরপর তিনি বলেন, ‘আমি জানতাম যে বেশ আক্রমণাত্মক থাকতে হবে। তবে আজ আমি সত্যিই কিছুটা সৌভাগ্যবান ছিলাম। মাঝে মাঝে জেতার জন্য ভাগ্যটা লাগেই।’ যে কয়জন পিজিএ ট্যুরের লংগেস্ট ড্রাইভার আছেন এর মধ্যে অন্যতম ভ্যাগাস। এবার নিয়ে তিনি ক্যারিয়ারে তৃতীয়বারের মতো পিজিএ ট্যুর চ্যাম্পিয়ন হলেন। ইংল্যান্ডের ইয়ান পোল্টার এককভাবে তৃতীয় হয়েছেন। আটটি বার্ডিসহ ২৬৮ স্কোর করেছেন তিনি ৬৪ পারের চেয়ে ৮টি কম খেলে। যুক্তরাষ্ট্রের গ্যারি উডল্যান্ড ফাইনাল রাউন্ড শেষ করেন ২৬৯ পয়েন্ট স্কোর নিয়ে। ভ্যাগাস আরও বলেন, ‘এটা জাদুর মতো। আমি জানতাম যদি ভাল শট খেলতে পারি এবং ভাল রাউন্ড যায় তাহলে জেতার খুব ভাল সুযোগ আছে। দেশের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে আমি উদ্বিগ্ন। কারণ সেটা আমার দেশ এবং নিজের পরিবার আছে সেখানে’।
×