ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ওয়ালশের কাছে অনেক কিছু শিখতে চান রুবেল

প্রকাশিত: ০৫:৫৫, ২ আগস্ট ২০১৭

ওয়ালশের কাছে অনেক কিছু শিখতে চান রুবেল

স্পোর্টস রিপোর্টার ॥ ইনজুরি কাটিয়ে এখন বাংলাদেশ জাতীয় দলের অনুশীলনে আছেন পেসার রুবেল হোসেন। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার ও বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের ক্লাসও করছেন। ওয়ালশের কাছে অনেক শিখতে চান রুবেল। সেই শেখার কথা নিজেই মঙ্গলবার বলেছেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রুবেল জানিয়েছেন, ‘টেস্ট ক্রিকেটে তার কাছ থেকে অনেক শেখার আছে। কারণ তার টেস্ট রেকর্ড অনেক ভাল। কিভাবে লাইন-লেন্থে একইভাবে বোলিং করা যায় এবং বড় বড় দলগুলোর বিপক্ষে কিভাবে উইকেট বের করতে হবে এটা নিয়ে কাজ করব।’ চ্যাম্পিয়ন্স ট্রফির পর অদ্ভুত এক চোট পেয়েছিলেন রুবেল। বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ম্যাচটি খেলে ভারতের বিপক্ষে। সেটি সেমিফাইনাল ম্যাচ ছিল। ম্যাচটি শেষে হোটেলে ফিরে দল ও রুবেল। হোটেল রুমে ঢোকার সময় রুমের দরজায় জোরে ধাক্কা খান তিনি। ব্যস, চোখ ও কানের মাঝখানের হাড় সরে যায়। এরপর অস্ত্রোপচার করানো হয়। এখন সুস্থ আছেন রুবেল। অনুশীলনেও যোগ দিয়েছেন। তবে পুরোপুরি মনোযোগ এখনও আসেনি। বাংলাদেশ দলের ক্রিকেটাররা যদিও ১০ জুলাই থেকে ফিটনেস ক্যাম্প করেছেন। কিন্তু ইনজুরির জন্য ১২ দিন পর ক্যাম্পে যোগ দেন রুবেল। ২৩ জুলাই অস্ট্রেলিয়া সফরের জন্য বাংলাদেশের ফিটনেস ও কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেন রুবেল। নিজের ফিটনেস ফিরে পেতে খুব আশাবাদী এখন তিনি। দিন দিন শারীরিক অবস্থার উন্নতিও হচ্ছে বলে জানান, ‘এখন পুরোপুরি সুস্থ। কোন ধরনের কোন ব্যথা অনুভব করিনি। পুরো রানআপে বল করেছি আজ (মঙ্গলবার)। আগেরদিন শর্ট রান আপে বল করেছিলাম।’ শুরুতে ক্যাম্পে না থাকলেও সেই ঘাটতিগুলো দুর করার চেষ্টাও করবেন রুবেল। সেই সঙ্গে বোলিং কোচ কোর্টনি ওয়ালশের সঙ্গে যত বেশি সময় কাটানো যায়, সেই চেষ্টাও থাকবে। রুবেলই যেমন বললেন, ‘এখনও অনেকদিন সময় আছে। যেহেতু কয়েকটা বোলিং সেশন মিস করেছি, সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করব। যে কয়টা দিন অনুশীলন আছে তার (ওয়ালশ) সঙ্গে মনোযোগ দিয়ে কাজ করার চেষ্টা করব।’ অস্ট্রেলিয়া যদি আসে তাহলে ১৮ আগস্ট আসবে। এখনও হাতে সময় আছে ১৬ দিন। এই দিনগুলোতে অনুশীলন করে নিজেদের ভালভাবেই ফিট করে তোলা সম্ভব। আবার এরমধ্যে চট্টগ্রামেও ৪ আগস্ট থেকে অনুশীলন হবে। সেখানে নিবিড় অনুশীলই করবে দল। এরআগেই সিএ ও এসিএ’র মধ্যকার যে আর্থিক দিক নিয়ে দ্বন্দ্ব আছে তা মিটে যাওয়ার সম্ভাবনাও আছে। সবাই চাচ্ছে তা মিটে যাক। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। এরপরই যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ রয়েছে। দল সেই মার্চের পর থেকেই টেস্ট খেলছে না। অনেকদিন হয়ে গেছে। যদি অস্ট্রেলিয়া দল না আসে তাহলে টেস্ট না খেলার বিরতি আরও বাড়বে। তাই অসি ক্রিকেটাররা আসুক এটা সবার চাওয়া। রুবেল মনে করছেন, ‘আমরা কেউই এটা নিয়ে চিন্তা করছি না। কারা আসবে কি আসবে না; সেটা ক্রিকেট বোর্ডের ব্যাপার। অস্ট্রেলিয়া আসবে ধরে নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি। না এলে আমাদের কিছু করার নেই।’ ওয়ানডে ক্রিকেটে ৭৭ ম্যাচে পেসার রুবেলের উইকেটসংখ্যা ৯৩টি। উইকেট প্রতি তার রানের গড় ৩৫.১৯। পক্ষান্তরে টেস্ট ক্যারিয়ারে তার পারফর্মেন্স বেশ দৈন্য। ২৪ ম্যাচে ৭৭.৯৩ গড়ে উইকেট পেয়েছেন ৩২টি। তাই টেস্টে আরও উইকেট শিকার ও গড় রান কমাতে কোচ কোর্টনি ওয়ালশের শরণাপন্ন হতে চাইছেন রুবেল। কারণটাও বেশ জোরালো। টেস্টে সব সময়ের সেরা বোলার ওয়ালশ ২৪.৪৪ গড় রানে ১৩২ ম্যাচে পেয়েছেন ৫১৯টি উইকেট। রুবেল এখন বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটা নিয়েও ভাবছেন। বুঝতেই পারছেন রুবেল শুধু বোলিংটা দিয়ে টিকে থাকা মুশকিল। সঙ্গে ব্যাটিংটা হলে আরও ভাল হয়। নিচের সারির ব্যাটসম্যানদের নিয়ে কাজ করার জন্য নতুন পরামর্শক মার্ক ও’নেইল আছেন। তিনি নিচের সারির ক্রিকেটারদের ব্যাটিং দীক্ষা দিচ্ছেনও। যদিও রুবেল এখন পর্যন্ত মার্কের তত্ত্বাবধানে ব্যাটিং অনুশীলনটা করার সুযোগ পাননি। মার্কের সঙ্গে এখনও রুবেলের দেখাই হয়নি। রুবেল জানিয়েছেন, ‘আমি কাল (সোমবার) ব্যাটিং করিনি। আজ (মঙ্গলবার) ব্যাটিং করেছি। নতুন ব্যাটিং কোচের সঙ্গে এখনও দেখা হয়নি। একজন সেট ব্যাটসম্যান যখন ক্রিজে থাকে তখন আমার কি করা উচিতÑ এটা নিয়ে আলোচনা করব। আর কোন অবস্থায় কিভাবে ব্যাট করব সেটাও জানতে চাইব।’ বোঝাই যাচ্ছে, ওয়ালশের কাছে বোলিংয়ের আরও মারপ্যাঁচগুলো ভালভাবে শিখে নেয়ার পাশাপাশি মার্ক ও’নেইলের কাছে ব্যাটিংটাও আয়ত্ত করতে চান রুবেল। তবে নিজে যেহেতু একজন পেসার। তাই ওয়ালশের কাছ থেকেই অনেক কিছু শেখার তাগিদটাই বেশি আছে রুবেলের।
×