ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দুর্লভ হ্যাটট্রিকে রোমাঞ্চিত মঈন

প্রকাশিত: ০৫:৫৫, ২ আগস্ট ২০১৭

দুর্লভ হ্যাটট্রিকে রোমাঞ্চিত মঈন

স্পোর্টস রিপোর্টার ॥ ওভালে টেস্ট ইতিহাসের ৪৩তম ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিক করেছেন মঈন আলি। তবে একটি জায়গায় ইংলিশ অফস্পিনারের কীর্তিকে বিরলই বলতে হবে। হ্যাটট্রিক-উইকেটের মধ্য দিয়ে ম্যাচ শেষ হওয়ার উদাহরণ টেস্টে খুব বেশি নেই। সর্বশেষ এমনটা হয়েছিল ৬০ বছর আগে, পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মঈনের পূর্বসূরি জর্জ লোম্যান গড়েছিলেন সেই কীর্তি। এছাড়া ক্রিকেটের সমান দীর্ঘ নিজেদের প্রায় ১৪০ বছরের ইতিহাসে মাত্র ১৩তম ইংলিশ বোলার হিসেবে হ্যাটট্রিক করেন মঈন। সবমিলিয়ে যারপর নাই রোমাঞ্চিত পাকিস্তানী বংশোদ্ভূত এ অলরাউন্ডার। অনেকটা মজার ছলে তিনি বলেন, ‘আমি কোন ধরনের ক্রিকেটেই কখনও হ্যাটট্রিক করতে পারিনি। ফুটবল খেলতে নেমে গোল করার হ্যাটট্রিক অবশ্য বেশ কয়েকবারই করেছি। কিন্তু ফুটবল তো পুরোপুরি ভিন্ন খেলা। ক্রিকেটে হ্যাটট্রিক... সত্যি রোমাঞ্চকর।’ ওভাল টেস্টের শেষদিনের একেবারে অন্তিম মুহূর্তে হ্যাটট্রিক করেন মঈন। নিজের ১২তম ও দলের ৭৪ নম্বর ওভারের শেষ দুই বলে ফেরান ডিন এলগার ও কাগিসো রাবাদাকে। নিজের পরবর্তী ওভারের প্রথম বলেই মরনে মরকেলকে এলবিডব্লু করে হ্যাটট্রিকটা তুলে নেন। মরকেলকে অবশ্য প্রথমে এলবিডব্লু দেননি আম্পায়ার। রিভিউ নিয়েই স্থান করে নেন ইতিহাসের পাতায়। ১৯৩৮ সালের পর প্রথম ইংলিশ অফস্পিনার হিসেবে হ্যাটট্রিক করেন মঈন। সেবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই জোহানেসবার্গে পরপর তিন বলে উইকেট নিয়েছিলেন টম গডার্ড। ইংল্যান্ডের হয়ে টেস্টে আগের শেষ হ্যাটট্রিকটা ছিল স্টুয়ার্ট ব্রডের। ২০১৪ সালে লিডসে শ্রীলঙ্কার বিপক্ষে ওই কীর্তি গড়েছিলেন এদিনও দলে থাকা তারকা পেসার। মূলত মিডলঅর্ডার ব্যাটসম্যান হিসেবে অন্তর্ভুক্তি। কিন্তু ক্রমে নিজেকে দলের অন্যতম সেরা অলরাউন্ডারে পরিণত করেছেন মঈন। হ্যাটট্রিকের মধ্য দিয়ে টেস্ট শেষ হওয়ার প্রথম কীর্তিটিও এক ইংলিশ ক্রিকেটারের। ১৮৯৫-৯৬ মৌসুমে পোর্ট এলিজাবেথে ইংল্যান্ডের জর্জ লোম্যানের বোলিং তোপে মাত্র ৩০ রানে অলআউট হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সমাপ্তি ঘটেছিল প্রোটিয়াদের ব্যাটিং দুঃস্বপ্নের। মাত্র ৭ রানে লোহম্যান নিয়েছিলেন ৮ উইকেট। দ্বিতীয় কীর্তিটি অস্ট্রেলীয় ক্রিকেটার হিউ ট্রাম্বলের। ১৯০১-০২ মৌসুমে মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে তিনি দলকে জিতিয়েছিলেন হ্যাটট্রিকের মাধ্যমে। অর্ধশতক পর (১৯৫৭-৫৮) হ্যাটট্রিকের মাধ্যমে টেস্ট শেষ করার কীর্তি গড়েন আরেক অস্ট্রেলীয় লিন্ডসে ক্লাইন। কেপটাউনে ক্লাইনের শিকার ছিল দক্ষিণ আফ্রিকা। ২০১৭ সালে এসে আবারও হ্যাটট্রিক দিয়ে সেই প্রোটিয়াদের গুটিয়ে যাওয়া। এবার মঈন আলি এমন কীর্তিতে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার পাশে বসালেন নিজের দেশকে। নিজেকেও। হ্যাটট্রিক দিয়ে টেস্ট শেষ করার কীর্তিতে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া এখন যে সমানে সমান (দু’বার করে)। ইংল্যান্ডের টেস্ট-লিস্টে বিলি বেটস, জনি ব্রিগস, জর্জ লোম্যান, জ্যাক হার্নি, মরিস এ্যালম, টম গডার্ড, পিটার লোডার, ডোমিনিক কর্ক, ড্যারেন গফ, ম্যাথু হগার্ড ও স্টুয়ার্ট ব্রডের পর মঈন। ইতিহাস গড়ার পর ব্রডের সঙ্গে কি যেন বলছিলেন মঈন। ব্রডের সঙ্গে একটু বাড়তি আলাপের বৃত্তান্ত থাকতেই পারে। ইংলিশ ক্রিকেটারদের মধ্যে এই ব্রডেরই যে একাধিক (দু’বার) পরিচিতি ঘটেছে। ঐতিহাসিক কেনিংটন ওভালে এর আগে কোন হ্যাটট্রিক ছিল না। এই মাঠের কীর্তির তালিকায় নিজের নামটা অমর করেই রাখলেন মঈন। মঈন, বেন স্টোকসদের দারুণ নৈপুণ্যে সিরিজে ২-১এ এগিয়ে ইংল্যান্ড। খুশি নতুন অধিনায়ক জো রুট। ওল্ডট্র্যাফোর্ডে শুক্রবার শুরু সিরিজ নির্ধারণী চতুর্থ ও শেষ টেস্ট।
×