ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাহিয়ান দ্বীপ

দলবদলের আলোচিত তারকারা

প্রকাশিত: ০৫:৪৬, ২ আগস্ট ২০১৭

দলবদলের আলোচিত তারকারা

এবারের দলবদলে আলোচনার তুঙ্গে কয়েকটি নাম। তবে এই তালিকায় সবার উপরে অবস্থান নেইমারের। স্পেনের জায়ান্ট ক্লাব বার্সিলোনা থেকে ব্রাজিলিয়ান সুপারস্টারকে কিনে নিতে মরিয়া প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। গুঞ্জন রয়েছে ফ্রেঞ্চ লীগ ওয়ান থেকে রেকর্ড পারিশ্রমিকের বিনিময়ে কিলিয়ান এমবাপ্পেকে কিনে আনতে প্রস্তুত লা লীগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এছাড়াও আর্সেনালের এ্যালেক্সিস সানচেজ, মেসুত ওজিল, ম্যানচেস্টার ইউনাইটেডের জ¬াতান ইব্রাহিমোভিচ, লিভারপুলের ফিলিপ কৌটিনহোর মতো তারকারাও রয়েছেন আলোচনার টেবিলে। বার্সিলোনার ব্রাজিলিয়ান তারকাকে রেকর্ড পারিশ্রমিকের বিনিময়ে কিনতে প্রস্তুত পিএসজি। ২২২ মিলিয়ন ইউরো খরচ করে নেইমারকে ক্যাম্প ন্যু থেকে উড়িয়ে নিতে ওঁত পেতে আছে ফরাসি ক্লাবটি। তবে দলবদলের উইন্ডোতে নেইমারকে এত টাকা দিয়ে কিনতে হলে বেচতে হবে কয়েকজন ফুটবলারকে। তা না হলে পিএসজির কর্মকা- উয়েফা এবং ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিযোগিতার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম-নীতি ভঙ্গ করবে। তার জন্য ফরাসি ক্লাবটি কঠিন শাস্তির মুখেও পড়তে পারে। তাই নেইমারকে দলে টানতে কয়েকজন ফুটবলারের বলি দিতেই হবে পিএসজিকে। নেইমারকে টানতে বিপুল পরিমাণ অর্থের সঙ্গে সামঞ্জস্য আনতে ক্লাবটি ছেড়ে দিতে পারেন দুই-একজনকে ফুটবলারকে। সেক্ষেত্রে পিএসজি থেকে কোপে পড়তে পারেন আর্জেন্টিনার এ্যাঞ্জেলা ডি মারিয়া, ফ্রান্সের ব্লাইজ মাতুইদি এবং ব্রাজিলের লুকাস মুয়ারাকে। নেইমার চলে গেলে বার্সার একটা আসন হবে শূন্য। তার বদলে বার্সিলোনা বিকল্প হিসেবে হাত বাড়িয়েছেন লিভারপুলের ব্রাজিলিয়ান তারকা ফিলিপি কুটিনহো, চেলসির বেলজিয়াম তারকা ইডেন হ্যাজার্ড ও টটেমহামের ইংলিশ মিডফিল্ডার ডেলি আলির দিকে। এদের যে কাউকে দলে ভেড়ানোর সম্ভাবনা রয়েছে। এছাড়া ফ্রেঞ্চ পত্রিকা লে’কিপও জানিয়েছে, নেইমারের সঙ্গে পিএসজির সব বোঝাপড়া শেষ। বছরে ৩০ মিলিয়ন ইউরো বেতনে ৫ বছরের চুক্তি হয়েই গেছে। এদিকে মোনাকো ছেড়ে রিয়ালে আসছেন এমবাপ্পে! স্পেনের গণমাধ্যম জানিয়েছে, ১৮ বছর বয়সী এই ফরাসি ফুটবলারকে নাকি রেকর্ড ১৮০ মিলিয়ন ইউরোতে সই করাতে যাচ্ছে রিয়াল। বাংলাদেশী মুদ্রায় যা ১ হাজার ৭০০ কোটি টাকা। স্প্যানিশ দৈনিক মার্কা বিশেষ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এমবাপ্পে শীঘ্রই ছয় বছরের চুক্তিতে রিয়ালে যোগ দিতে যাচ্ছেন। মার্কার দাবি, এমবাপ্পেকে দলে নিতে মোনাকোর সঙ্গে ইতোমধ্যেই সমঝোতায় পৌঁছেছে রিয়াল। এই সমঝোতার অঙ্কটা প্রায় ১৮০ মিলিয়ন ইউরোই। দলবদলের অঙ্ক মূলত ১৬০ মিলিয়ন ইউরো হলেও বাকি ২০ মিলিয়ন ইউরো এমবাপ্পের ভবিষ্যত পারফরম্যান্সের ওপর ভিত্তি করে দেয়া হবে। মার্কার খবর সত্যি হলে, গত মৌসুমে পল পগবা জুভেন্টাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে ১০৫ মিলিয়ন ইউরোতে যোগ দিয়ে যে রেকর্ড গড়েছিলেন, সেটি ভাঙতে যাচ্ছেন এমবাপ্পে। রিয়াল মাদ্রিদে এই চুক্তিতে যোগ দিলে বছরে ৭০ লাখ ইউরো বেতন পাবেন এই ফরাসি তরুণ। ইংলিশ প্রিমিয়ার লীগের অন্যতম শক্তিশালী ক্লাব আর্সেনালের সঙ্গে চুক্তির মেয়াদের শেষ বছরে পদার্পণ করছেন দুই তারকা ফুটবলার এ্যালেক্সিস সানচেজ ও মেসুত ওজিল। যা ক্লাবটির জন্য ‘উপযুক্ত’ সময় বলে মনে করছেন কোচ আর্সেন ওয়েঙ্গার। আসন্ন মৌসুম শেষে সানচেজ ও ওজিলের সঙ্গে আর্সেনালের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। এমতাবস্থায় ম্যানচেস্টার সিটি ও পিএসজির সঙ্গে যোগাযোগ শুরু করেছেন সানচেজ। চুক্তির শেষ পর্যায়ে এসে শীর্ষ খেলোয়াড়রা চায় চুক্তির বিষয়ে আলাপ আলোচনা করতে। যা একটি স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। জ্যাক উইলশেয়ার, এ্যালেক্স অক্সলাদে-চেম্বারলিন, সান্তি কাজোরলা এবং কিয়েরান গিবসও নিজ নিজ চুক্তির শেষ বছরে এসে পৌঁছেছেন। ওয়েঙ্গার বলেন, এটি একটি আদর্শ সময়। সবাইকেই পারফর্ম করতে হবে। সামনে এটি আপনি আরও বেশি বেশি দেখতে পাবেন। কারণ খেলোয়াড়রা তাদের চুক্তির শেষ প্রান্তে পৌঁছেছে। দলবদলের বাজারে নিজেদের অবস্থান সংহত করার জন্যই তারা তা করবে। বাজারে তাদের চাহিদা না থাকলে চড়া অর্থ পাবে না। আমি নিশ্চিত আগামী দশ বছর এভাবেই চলবে। আপনি যদি একজন ফুটবল খেলোয়াড় হন তাহলে চুক্তির শেষ মুহূর্ত পর্যন্তই আপনাকে পারফর্ম করে যেতে হবে। চুক্তির মেয়াদ এক বছর আছে নাকি দুই বছর, সেটি বিবেচ্য নয়। ফুটবল মাঠে টিকে থাকতে হলে আপনাকে খেলতে হবে। আপনি অবশ্যই চাইবেন ভাল করতে। এদিকে সুইডিশ তারকা জ¬াতান ইব্রাহিমোভিচকে দলে নেবার আগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন এলএ গ্যালাক্সির প্রেসিডেন্ট ক্রিস ক্লেইন। গত এপ্রিলে গুরুতর হাঁটুর ইনজুরিতে পড়েছিলেন ইব্রা। তারপর থেকেই মূলত বিশ্রামে রয়েছেন তিনি। সে কারণেই তার সাথে নতুন করে আর চুক্তি বৃদ্ধি করেনি ইউনাইটেড। ফলে গ্রীষ্মকালীন দলবদলের বাজারে ইব্রাহিমোভিচ এখন পর্যন্ত মুক্ত। তাই ইব্রাহিমোভিচকে এলএতে স্বাগত জানাতে প্রস্তুত গ্যালাক্সি। এমন ইঙ্গিত দিয়ে ক্লেইন গণমাধ্যমে বলেছেন, জøাতান ও তার এজেন্টের সঙ্গে আমাদের দুর্দান্ত সম্পর্ক। সে আমাদের ক্লাব ও এলএকে দারুণ ভালবাসে। আমাদেরও তার প্রতি আগ্রহ রয়েছে। তার মতো খেলোয়াড়ের জন্য আমাদের দরজা সবসময়ই উন্মুক্ত আছে। এখন শুধু অপেক্ষা করা ছাড়া উপায় নেই। এদিকে চেলসি থেকে সার্বিয়ান মিডফিল্ডার নেমাঞ্জা মাটিচকে দলভুক্তির বিষয়টিও প্রায় নিশ্চিত করে ফেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। গণমাধ্যমের সূত্র মতে, মাটিচের সাথে ৪০ মিলিয়ন পাউন্ডের চুক্তি করতে যাচ্ছে রেড ডেভিলসরা। মরিনহো প্রায় বছর খানেক ধরেই তার সাবেক ক্লাব চেলসি থেকে মাটিচকে দলভুক্ত করতে আগ্রহ জানিয়ে আসছিলেন। চলতি মৌসুমে যা শেষ পর্যন্ত চূড়ান্ত হতে যাচ্ছে। টটেনহ্যাম হটস্পার থেকে মিডফিল্ডার এরিক ডায়ারকে দলে নিতে ব্যর্থ হওয়ায় মরিনহো ইউনাইটেডের মধ্যমাঠ পূরণের জন্য মাটিচের দিকে হাত বাড়ায়। আর এর মাধ্যমেই ২৮ বছর বয়সী মাটিচকে দলভুক্ত করার প্রায় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে যাচ্ছে ইউনাইটেড। এভারটন থেকে স্ট্রাইকার রোমেলু লুকাকুকে ৭৫ মিলিয়ন পাউন্ড ও বেনফিকা থেকে ৩১ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ডিফেন্ডার ভিক্টর লিন্ডেলফকে দলভুক্ত করার পরে এবারের গ্রীষ্মকালীণ দলবদলে মাটিচ হতে যাচ্ছেন মরিনহো অধীনে তৃতীয় চুক্তিভুক্ত খেলোয়াড়। এর আগে শোনা গিয়েছিল বেলজিয়াম মিডফিল্ডার মারোয়ান ফেলাইনির জায়গায় মাটিচকে নিতে যাচ্ছে ইউনাইটেড। ফেলাইনি ইউনাইটেড ছেড়ে তুরস্কের ক্লাব গ্যালাতাসারেতে চলে যাচ্ছেন এমন গুজবের বিপরীতে অবশ্য মরিনহো স্পষ্ট করে বলে দিয়েছেন যে সে কোথাও যাচ্ছে না।
×