ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এম আর খান শিশু হাসপাতালে ৫শ’ শিশুকে ফ্রি চিকিৎসাসেবা

প্রকাশিত: ০৫:৩২, ২ আগস্ট ২০১৭

এম আর খান  শিশু হাসপাতালে  ৫শ’ শিশুকে ফ্রি চিকিৎসাসেবা

জাতীয় অধ্যাপক ও শিশু বিশেষজ্ঞ মরহুম ডাঃ এম আর খানের জন্মদিনকে স্মরণীয় করে রাখার জন্য ‘শিশু সেবা দিবস-২০১৭’ উপলক্ষে ‘শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের’ উদ্যোগে ১ আগস্ট মঙ্গলবার ঢাকার বড়বাগ মিরপুরে ‘ডাঃ এম আর খান শিশু হসপিটাল এ্যান্ড ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ’- এ বর্ণাঢ্য র‌্যালি, হাসপাতালের স্টাফদের মধ্যে মিষ্টি বিতরণ এবং প্রায় ৫০০ শিশু রোগীর ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়। এ উপলক্ষে ‘আনোয়ারা খান মেমোরিয়াল সম্মেলন’ কক্ষে সকাল ১০ টায় ডাঃ এম আর খানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের সভাপতি একেএম ইমদাদুল হক। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রেসিডেন্ট ডাঃ বদরুদ্দোজা চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বারডেমের মহাপরিচালক প্রফেসর ডাঃ নাজমুন নাহার ও অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া, সভাপতি বিসিপিএস। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি জেনারেল বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগের প্রধান প্রফেসর ডাঃ মোহাম্মদ সহিদুল্লাহ, সংগঠনের প্রথম সহ-সভাপতি ও ডাঃ এম আর খানের একমাত্র কন্যা ডাঃ ম্যান্ডি করিম, ডাঃ একেএম সামসুজ্জামান, কোষাধ্যক্ষ ওবায়দুল কবির খান, অধ্যাপক ডাঃ হোসনে আরা এবং অধ্যাপক ডাঃ মালিহা রশিদ। বিজ্ঞপ্তি
×