ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জন্মের চার মাস পর দেখা

প্রকাশিত: ০৫:২৮, ২ আগস্ট ২০১৭

 জন্মের চার মাস পর দেখা

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার মুনরো শহরের বাসিন্দা ড্যানিয়েল গেইদার বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায় গেইদারের শরীরের প্রধান ধমনীটি ঠিকমতো রক্ত সরবরাহ করতে পারছে না। জরুরী ভিত্তিতে ওপেন হার্ট সার্জারি করা প্রয়োজন। কারণ গেইদার ঊনচল্লিশ সপ্তাহের গর্ভবতী। এ অবস্থায় অপারেশন করা হলে তার গর্ভের সন্তানকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। এ সময় ডাক্তার জেকো মাডজারভ কঠিন এক সিদ্ধান্ত নিলেন এক সঙ্গে দুটি অস্ত্রোপচার করার জন্য। একটি হবে গর্ভের বাচ্চা বের করার এবং অন্যটি হবে ওপেন হার্ট সার্জারি। জেকো মাডজারভের নেতৃত্বে ২০ জন ডাক্তার নিয়ে গড়া মেডিক্যাল বোর্ড সফলভাবে অস্ত্রোপচার শেষ করেন। বেঁচে গেলেন গেইদার ও তার গর্ভের বাচ্চা উভয়ই। কিন্তু দুটি অস্ত্রোপচারের ধকল সামলে সুস্থ হতে গেইদারের সময় লেগেছে প্রায় চার মাস। এই পুরো সময়টুকু গেইদারের ভূমিষ্ঠ সন্তান ছিল হাসপাতাল কর্তৃপক্ষের নিবিড় তত্ত্বাবধানে। তার নাম রাখা হয়েছে কেভি। চার মাস পর কেভিকে তার মায়ের কোলে তুলে দেয়া হয়। পেটের সন্তানকে চার মাস পর দেখতে পেয়ে আনন্দাশ্রু নামে গেইদারের চোখে। -ডেইলি মেইল
×