ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুকে আমাদের বুকে ধারণ করতে হবে ॥ আইনমন্ত্রী

প্রকাশিত: ০৫:২৭, ২ আগস্ট ২০১৭

বঙ্গবন্ধুকে আমাদের  বুকে ধারণ করতে হবে ॥ আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধুকে আমাদের বুকে ধারণ করতে হবে এবং এটাই যেন হয় এবারের ১৫ আগস্টের মূলমন্ত্র। তিনি মঙ্গলবার সচিবালয়ে তার মন্ত্রণালয়ের সভাকক্ষে আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এসব কথা বলেন। সভায় বঙ্গবন্ধুর ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আগামী ১৭ আগস্ট আইন মন্ত্রণায়ের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ মাহফিল, স্বেচ্ছায় রক্তদান ইত্যাদি কর্মসূচী পালনের সিদ্ধান্ত হয় এবং ১৮ আগস্ট এতিমখানায় খাবার পরিবেশনের সিদ্ধান্ত হয়। সভায় মন্ত্রী বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকান্ডের প্যাটার্ন বা ধারাবাহিকতা পর্যালোচনা করলে দেখা যায় ওইদিন শুধু বঙ্গবন্ধুকে হত্যা করা হয়নি বঙ্গবন্ধুর যে আদর্শ তা নিয়ে কেউ যেন দাঁড়াতে না পারে সেই ব্যবস্থাও তারা করেছিল। তার মানে ওদিন তারা বাংলাদেশকে হত্যা করতে চেয়েছিল। মুমূর্ষু অবস্থায় হলেও বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যখন দেশে ফিরেছেন তখন তিনি বঙ্গবন্ধুর আদর্শকে পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। যা আপনারা সকলে জানেন। মন্ত্রী বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করতে এবং যারা তার হত্যাকা-ের সঙ্গে জড়িত তাদের ধিক্কার জানাতে হবে। এ শোক দিবস আমরা যতই পালন করি না কেন আমাদের শোক মুছে যাবে না উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যাকান্ডের বিচার হয়েছে, রায় হয়েছে, কিছু আসামির সাজা কার্যকরও হয়েছে। অনেকেই বলেন যে, এ বিচারের মাধ্যমে আমাদের কলঙ্ক মোচন হয়েছে, আমি বলব কলঙ্ক মোচন এখনও হয় নাই। বঙ্গবন্ধুর রক্তের দাগ, তার রক্তের ঋণ আমরা কোনদিন শোধ করতে পারব না। তিনি বলেন, হ্যাঁ আমরা যদি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে পারি তাহলে কিছুটা হলেও এ কলঙ্ক মুছে ফেলতে পারব। সভায় মন্ত্রণালয়ের উভয় বিভাগের সচিবসহ উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দফতর বা সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন। কানাডীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাত আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনোইট পেয়েরে লারমি বিদায়ী সাক্ষাত করেন। এ সময় কানাডায় পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীর কথা উঠে আসে। বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক নূর চৌধুরীকে ফিরিয়ে দেয়ার বিষয়ে বিদায়ী হাইকমিশনারের সহযোগিতা চান। এ সময় আইনমন্ত্রী হাইকমিশনারকে জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়মতান্ত্রিকভাবেই দেশ পরিচালনা করছিলেন।
×