ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাও দেয়ার দাবি

ইসিকে দেয়া সুশীল সমাজের প্রস্তাবে বিএনপির সমর্থন

প্রকাশিত: ০৫:২৪, ২ আগস্ট ২০১৭

ইসিকে দেয়া সুশীল সমাজের প্রস্তাবে বিএনপির সমর্থন

স্টাফ রিপোর্টার ॥ নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে সুশীল সমাজের দেয়া প্রস্তাব সমর্থন করেছে বিএনপি। বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইসির ডাকা সংলাপে অংশ নিয়ে দেশের সুশীল সমাজের প্রতিনিধিরা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেনাবাহিনী মোতায়েনসহ যেসব প্রস্তাব করেছেন আমরা তা সমর্থন করি। তবে সেনাবাহিনী মোতায়েনের পাশাপাশি তাদের নির্বাচনকালে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে হবে। মঙ্গলবার দুপুরে রাজধানীর তোপখানা রোডের শিশুকল্যাণ পরিষদ হলরুমে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর মুক্তির দাবিতে ‘বরকত উল্লাহ বুলু মুক্তি পরিষদ’ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি দলের এ অবস্থানের কথা জানান। আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো ছাড়া বিকল্প পথ নেই মন্তব্য করে বিএনপি নেতাকর্মীদের জনসম্পৃক্ত কর্মসূচীতে অংশ নেয়ার পরামর্শ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন দলের নেতাকর্মীদের সদস্য সংগ্রহ কর্মসূচীর মাধ্যমে জনগণের পাশে মিশে যেতে বলেছেন। জনগণকে রাজপথের আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ করতে বলেছেন। কারণ, আন্দোলনের পাশাপাশি নির্বাচনের মাধ্যমে এই সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে। ফখরুল বলেন, নির্বাচন কমিশনের সংলাপে অংশ নিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য সুনির্দিষ্ট কিছু প্রস্তাব দেয়ায় সুশীল সমাজের প্রতিনিধিদের প্রত্যেককে বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সমাজে এখনও ভাল মানুষ যারা আছেন তারা জনগণের স্বার্থের কথা, মুক্তির কথা চিন্তা করেন। বিএনপি মহাসচিব বলেন, বর্তমান নির্বাচন কমিশন গঠন করা হয়েছে জনগণকে ভুল বুঝিয়ে নীলনক্সা বাস্তবায়নের জন্য। প্রধান নির্বাচন কমিশনার ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি জনতার মঞ্চের লোক তাই নিরপেক্ষ নন। ফলে তার অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না, হতে পারে না। বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত -গয়েশ্বর বিএনপি সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, বিএনপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাবে, তবে শেখ হাসিনা সরকারের অধীনে নয়। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয়তাবাদী সাইবার দল’ নামক একটি সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। গয়েশ্বর বলেন, যদি সরকার আজ ঘোষণা দেয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় সহায়ক সরকারের অধীনে হবে, তাহলে ৩০০ আসনের মধ্যে একটিরও টিকেট কেনার প্রার্থী খুঁজে পাবে না আওয়ামী লীগ।
×