ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এখনও কয়েক লাখ বাংলাদেশী রয়ে গেছেন

সৌদিতে অবৈধ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে

প্রকাশিত: ০৫:২১, ২ আগস্ট ২০১৭

সৌদিতে অবৈধ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে

ফিরোজ মান্না ॥ সৌদি আরব বিভিন্ন দেশের অবৈধ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে। দেশটির পাসপোর্ট বিভাগের মহাপরিচালক মেজর জেনারেল সোলায়মান আল ইয়াহিয়া এ ঘোষণা দেন। সম্প্রতি সৌদি সংবাদ মাধ্যমে এ খবর ফলাও করে প্রচার করা হয়েছে। দেশটিতে বিভিন্ন দেশের অনন্ত ১৫ লাখ অবৈধ কর্মী রয়েছেন। সাধারণ ক্ষমার মেয়াদ গত ২৪ জুলাই শেষ হওয়ার পর বাংলাদেশের ৫০ হাজারের বেশি কর্মী দেশে ফিরে এসেছেন। তবে দেশটিতে এখনও কয়েক লাখ বাংলাদেশী কর্মী অবৈধভাবে রয়ে গেছেন। তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে বলে সৌদি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। সৌদিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ খবরের সত্যতা স্বীকার করেছে। তবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ বিষয়ে কিছু জানে না বলে জানিয়েছে। বিষয়টি জানার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী নূরুল ইসলাম বিএসসির সঙ্গে বার বার যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি। পরে জানা গেছে, তিনি মঙ্গলবার ৮ দিনের ব্যক্তিগত সফরে অস্ট্রেলিয়া গিয়েছেন। তবে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ জনকণ্ঠকে বলেন, সৌদির বিষয়টি আমার জানা নেই। সৌদিতে বাংলাদেশ দূতাবাসও আমাদের কিছু জানায়নি। সূত্র জানিয়েছে, আল মদিনা পত্রিকাকে সোলায়মান আল ইয়াহিয়া বলেন, যারা আবাসিক ও শ্রম আইন লঙ্ঘন করে সৌদি আরবে অবস্থান করছেন তাদের স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার জন্য চার মাসের সময় দেয়া হয়েছিল। সেই সময়সীমা গত ২৪ জুলাই পার হয়ে গেছে। এখন অবৈধ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সময় এসেছে। আর কোন অবৈধ কর্মীকে দেশে রাখা হবে না বলে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। যারা সাধারণ ক্ষমার সুযোগ নেননি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তাদের ধরে শাস্তির আওতায় আনা হবে। যারা সৌদি আইনের প্রতি কোন সম্মান দেখায় না তারা অবশ্যই শাস্তি পাবে বলে জানিয়েছেন। যারা স্বেচ্ছায় সৌদি আরব ছেড়ে গেছেন তারা আবার সৌদিতে আসার সুযোগ পাবেন। আর যারা অবৈধভাবে এখনও রয়ে গেছেন, তাদের বিরুদ্ধে জেল জরিমানা দুটোই হবে। অনেক সময় দেয়া হয়েছে। আর কোন সময় দেয়া হবে না। সোলায়মান আল ইয়াহিয়া জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে বিভিন্ন দেশের ৬ লাখেরও বেশি অবৈধ কর্মী নিজ নিজ দেশে চলে গেছেন। তাদের মধ্যে আবার নতুন কাজের ভিসা নিয়ে বৈধভাবে সৌদি আরবে এসেছেন অন্তত ২০ হাজার কর্মী। আমরা চেয়ে ছিলাম যারা অবৈধ হয়ে পড়েছেন, তাদের দক্ষতা আছে। তারা দেশে ফিরে বৈধভাবে ভিসা নিয়ে এলে ভাল চাকরি পাবেন। বৈধভাবে যারা এসেছেন তারা ঠিকই ভাল চাকরিতে যোগদান করেছেন। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সৌদি আরব থেকে বাংলাদেশের অবৈধ ৫০ হাজারের বেশি কর্মী দেশে ফিরেছেন। সাধারণ ক্ষমার আওতায় তারা দেশে ফিরেছেন। প্রথম দফা ৯০ দিনের সময় শেষ হওয়ার পর সৌদি কর্তৃপক্ষ অবৈধ কর্মীদের বৈধতার জন্য আরও ২৪ দিন সময় বাড়িয়ে দিয়েছিল। এই সময়ের মধ্যে কেউ বৈধ হতে না পারলে তাদের দেশে ফেরত যেতে হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বলছে, অবৈধ কর্মীরা দেশে ফিরে আসায় বাজারটিতে বৈধ কর্মীর চাহিদা বাড়বে। এদিকে, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে আউটপাস ও এক্সিট ভিসা সংগ্রহ করে দেশে ফেরত না গেলে এক লাখ সৌদি রিয়াল জরিমানা ও দুই বছর কারাদ- হতে পারে বলে সতর্ক করে দিয়েছে সৌদি অভিবাসন দফতর।
×