ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শোকের মাস

প্রকাশিত: ০৫:১৮, ২ আগস্ট ২০১৭

শোকের মাস

বিশেষ প্রতিনিধি ॥ ‘কাঁদো বাংলার মানুষ কাঁদো/যদি বাঙালি হও নিঃশব্দে কাছে এসো, আরো কাছে/..এখানেই শুয়ে আছেন অনন্ত আলোয় নক্ষত্রলোকে/ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান/মৌমাছির গুঞ্জনের পাখির কাকলিতে করুণ সুর বাজে/গভীর অরণ্যে পুষ্পের সুগন্ধে/..অনেক রক্তের মূল্যে পাওয়া এ স্বাধীনতা/এখানে ঘুমিয়ে আছে, এইখানে দাঁড়াও শ্রদ্ধায়..।’ কবি রবীন্দ্র গোপ তার ‘কাঁদো বাংলার মানুষ কাঁদো’ কবিতায় এভাবেই শ্রদ্ধা জানিয়েছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। রক্তাক্ত-কলঙ্কিত আগস্টের মাসব্যাপী শোকের কর্মসূচীর সূচনা দিন মঙ্গলবার ঢাকাসহ দেশব্যাপী ছিল শোকাচ্ছন্ন পরিবেশ। সর্বত্র শোকের কালো পতাকা। হাতে হাতে জাতির জনকের ছবি। বুকে কালো ব্যাজ। স্বেচ্ছায় রক্তদান করে স্বাধীনতার স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা। আলোক শিখা প্রজ্বালন করে দৃপ্ত শপথে পলাতক খুনী, যুদ্ধাপরাধী ও রাজাকার-আলবদরদের বিরুদ্ধে তীব্র ঘৃণা-ধিক্কার, অসংখ্য শোক মিছিলের মাধ্যমে পলাতক খুনীদের ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর এবং খুনীদের মদদদাতাদেরও বিচারের আওতায় আনার সোচ্চার দাবি। প্রতিবছরের মতো এবারও আগস্টের প্রথম দিন বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ধানম-ির ৩২ নম্বর বাসভবনের সামনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ও আলোচনা সভার আয়োজন করে কৃষক লীগ। আর এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধুর কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে দেশবাসীর অব্যাহত সমর্থন ও সহযোগিতা কামনা করেন। আলোচনা সভার পর কৃষক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নিজের দেহ থেকে বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানিয়ে এক ব্যাগ করে রক্তদান করেন। শেখ হাসিনা বিশ্বনেতৃত্বের ক্যাপ্টেন -মতিয়া চৌধুরী ‘আমি হিমালয় দেখিনি শেখ মুজিবকে দেখেছি’- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফিদেল ক্যাস্ট্রোর এমন মন্তব্য তুলে ধরে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ঠিক তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখলে বিশ্বনেতারা নেতৃত্বের ক্যাপ্টেনকে খুঁজে পান। শোকাবহ আগস্টে প্রথম দিন মঙ্গলবার জাতীয় শিল্পকলায় যুবলীগ আয়োজিত মাসব্যাপী বঙ্গবন্ধুর জীবনভিত্তিক সংবাদচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মতিয়া চৌধুরী বলেন, অনেক প্রতিকূলতাকে অতিক্রম করে দৃঢ় মনোবল নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। আর ১০টা বছর যদি এই ধারাবাহিকতা অব্যাহত থাকে তাহলে দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে কৃষিমন্ত্রী বলেন, আকাশের পুরো ছায়া ধারণ করার ক্ষমতা সমুদ্রের নেই। বঙ্গবন্ধুর বিশালতা আকাশের মতোই বিস্তর। এই ছায়া আমরা জনসমুদ্র হয়ে ধারণ করতে পারি না। শুধু বিশালতার দিকে তাকিয়ে অনুভব করতে পারি। মাসব্যাপী এই প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টায় শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত। যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক হারুনর রশিদ, সংসদ সদস্য ও সঙ্গীতশিল্পী মমতাজ বেগম প্রমুখ। পেছনের ষড়যন্ত্রকারীদেরও বিচার করতে হবে এদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘২১ আগস্ট বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি ‘আগস্ট মাস বাঙালী জাতির শোকের মাস’ শীর্ষক এক মানববন্ধনের আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিকীর সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেনÑ আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ বলেন, ১৫ আগস্টের হত্যাকান্ডে যারা সরাসরি অংশ নিয়েছিলেন শুধু তাদের মাধ্যমেই এই হত্যাকা- সংঘটিত হয়নি। এই হত্যাকা- দেশী-বিদেশী ষড়যন্ত্রের ফল। তাই যারা হত্যার সঙ্গে জড়িত ছিল শুধু তাদেরই নয়, যারা এর পেছনে ষড়যন্ত্র করেছিল তাদেরও বিচার হওয়া দরকার। মেহের আফরোজ চুমকি বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে সারা বিশ্বের কাছে উন্নত দেশ হিসেবে পরিচিত করছেন। আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র এখনও থেমে নেই। তারা নানা ধরনের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আমাদের শপথ নিতে হবে সব ধরনের যড়যন্ত্র নস্যাত করে দেশকে এগিয়ে নেয়ার। বঙ্গবন্ধু হত্যা, যুদ্ধাপরাধীদের বিচার যেমন হয়েছে, তেমনিভাবে ২১ আগস্ট গ্রেনেড হামলার মূল আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে প্রদর্শনী বঙ্গবন্ধু নভোথিয়েটারে শোকের মাস আগস্টজুড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে শিক্ষার্থীদের বিনামূল্যে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের ওপর নির্মিত চলচ্চিত্র ও মহাকাশবিষয়ক প্রদর্শনী দেখানো হবে। মঙ্গলবার প্রদর্শনীর উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, মুক্তিযুদ্ধের স্বপ্ন পূরণ করবে আজকের শিশুরা। বঙ্গবন্ধুর কথায় সব বাঙালী একসঙ্গে কাজ করত। এখনও জাতি ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে। নভোথিয়েটারে মাসব্যাপী বিনামূল্যে রাজধানীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের বাসে করে নিয়ে এসে এ প্রদর্শনী উপভোগ করার সুযোগ দেয়া হবে। স্বাভাবিক সময়ে এই প্রদর্শনী দেখতে ১০০ টাকার টিকেট কাটা লাগত। প্রদর্শনী দেখার জন্য বুকিং নিতে রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে নভোথিয়েটার কর্তৃপক্ষ। বনানীতে তাঁতী লীগের মিলাদ মাহফিল এদিকে মঙ্গলবার বিকেলে বনানী কবরস্থানে কোরান খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করে তাঁতী লীগ। এতে উপস্থিত ছিলেন তাঁতী লীগ সভাপতি ইঞ্জিনিয়ার শওকত আলী, সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ, সহসভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক নেসার আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক মোঃ মোজাহারুল ইসলাম সোহেল, উত্তরের সভাপতি হামিদ আহমেদ, সাধারণ সম্পাদক এসএম মোশারফ হোসেন প্রমুখ। পরে দেশ ও জাতির অব্যাহত শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
×