ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দিনভর গরম আবহাওয়ার পর সন্ধ্যায় প্রশান্তির বৃষ্টি

প্রকাশিত: ০৫:১২, ২ আগস্ট ২০১৭

দিনভর গরম আবহাওয়ার পর সন্ধ্যায় প্রশান্তির বৃষ্টি

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে দিনভর গরম আবহাওয়ার পর প্রশান্তি এনে দিল সন্ধ্যার মাঝারি ধরনের বৃষ্টি। রাজধানীসহ দেশের বেশ কয়েকটি জেলায় মঙ্গলবার হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। সাময়িক দুর্ভোগে পড়লেও কয়েকদিন ধরে অনুভূত হওয়া তীব্র গরম থেকে রেহাই পায় রাজধানীবাসী। আধাঘণ্টার মাঝারি ধরনের বৃষ্টিতে নগরীর অনেক জায়গায় পানি জমে যায়। আজ বুধবারও দেশের অনেক স্থানে বৃষ্টিপাত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত রাজধানীতে অনুভূত হয় ভ্যাপসা গরম। সূর্যের তীব্র রশ্মি ব্যাহত করে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা। বিকাল পাঁচটার পর পাল্টে যায় রাজধানীর আবহাওয়া। আকাশে মেঘের আনাগোনা বেড়ে যায়। বইতে শুরু করে হাল্কা শীতল বাতাস। কিছুক্ষণ পরই নেমে আসে মাঝারি ধরনের বৃষ্টি। প্রস্তুত ছিলেন না কেউ। শুরু হয়ে যায় পথচারীদের দৌড়াদৌড়ি। নিকটস্থ দোকান ও রেস্টুরেন্টগুলোর সামনে দাঁড়িয়ে যাত্রীবাহী বাহনের অপেক্ষা করতে থাকেন লোকজন। সকালের বৃষ্টিহীন পরিবেশ দেখে কেউ ছাতা নিয়ে বের হয়নি। সামনে পেয়েও বৃষ্টির কারণে তাদের কেউ কেউ বাসে উঠতে পারেননি। আধাঘণ্টা ধরে দুর্ভোগে পড়লেও শীতল বাতাসে প্রশান্তি পায় নগরবাসী। আবহাওয়া অধিদফতর জানায়, আগামী তিনদিনের মধ্যে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। বর্তমানে বাংলাদেশের ওপর মৌসুমী বায়ু সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় বিরাজ করছে। আবহাওয়া অধিদফতর জানায়, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, উত্তরপ্রদেশ,পূর্ব-মধ্যপ্রবেশ, উড়িষা থকে লঘুচাপের কেন্দ্র পর্যন্ত বিস্তৃত। লঘুচাপের অপর একটি বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্বদিকে আসাম পর্যন্ত বিস্তৃত।
×