ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাতীয় বিশ্ববিদ্যালয়

মালয়েশিয়ায় কলেজ শিক্ষকদের প্রশিক্ষণ শুরু

প্রকাশিত: ০৫:০৫, ২ আগস্ট ২০১৭

মালয়েশিয়ায় কলেজ শিক্ষকদের প্রশিক্ষণ শুরু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বাংলাদেশ সরকার ও বিশ^ব্যাংকের অর্থায়নে কলেজ শিক্ষার উন্নয়নে গৃহীত সিইডিপি প্রকল্পের আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজসমূহ শিক্ষকদের প্রথম ব্যাচের প্রশিক্ষণ মালয়েশিয়ার নটিংহাম ইউনিভার্সিটিতে সোমবার শুরু হয়েছে। এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে ইউজিসির চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান, জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ, ড. গ্রাহাম ক্যান্ডেল ও ড. অং শিম বক্তব্য রাখেন। প্রথম ব্যাচের এ প্রশিক্ষণে জাতীয় বিশ^বিদ্যালয়ের কলেজসমূহ থেকে ১০০ জন শিক্ষক অংশ নিচ্ছেন। মালেশিয়ায় দুই দফায় এ ব্যাচের মোট ৬ সপ্তাহ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে ইউনিভার্সিটি অব নটিংহাম মালয়েশিয়া ক্যাম্পাস।জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম জানান, এ প্রকল্পের আওতায় সাড়ে হাজার কলেজ শিক্ষকের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। এর মধ্যে মালয়েশিয়াতে ৭’শ জন কলেজ অধ্যক্ষ, ৩শ’ মাস্টার ট্রেইনার্স এবং বাকি সাড়ে ১৫ হাজার কলেজ শিক্ষক বাংলাদেশে প্রশিক্ষণ নিবেন। সিদ্ধিরগঞ্জে ৩৪ দিন ধরে স্কুলছাত্র নিখোঁজ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সিদ্ধিরগঞ্জে রিয়াদুল গাজী (১৩) নামে ৫ম শ্রেণীর এক ছাত্র ৩৪ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ২৯ জুন সকাল ১০টায় দক্ষিণ কদমতলীর বাসা থেকে নাভানা সিটির বালু মাঠে খেলাধুলার জন্য বের হয়ে আর বাসায় ফিরে আসেনি। জানা গেছে, ঢাকেশ্বরীর সিদ্বীপ মডেল স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র রিয়াদুল গাজী মঙ্গলবার করা হয়েছে। বিকেল পর্যন্ত বাসায় ফিরে আসেনি। এ বিষয়ে গত ৪ জুলাই সিদ্ধিরগঞ্জ থানায় একটি জিডি করা হয়েছে। নিখোঁজের পিতা জানান, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তার পুত্রের খোঁজ দিতে পারছে না। বর্তমানে পুত্রের জন্য আমরা স্বামী-স্ত্রী মানসিভাবে ভেঙ্গে পড়েছি। চাঁপাইয়ে ভারতীয় হনুমান স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ হনুমান বা বানর এবার চাঁপাইনবাবগঞ্জ শহরে দেখা যাচ্ছে। এসব ভারতীয় হনুমান কিছুদিন আগেও দল বেঁধে বরেন্দ্র অঞ্চল তথা রহনপুর, পবা ও গোদাগাড়ী অঞ্চলে বিচরণ করতে দেখা গেছে। এবার দেখা যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ শহরে। এরা এসেছে ট্রেনে চড়ে ভারত থেকে বাংলাদেশে। রহনপুর রেল বন্দরে প্রায় সময়ে মালবাহী ট্রেন মালদহ থেকে আসে। কোন এক সময়ে মালবাহী ট্রেনের বগির ছাদে চেপে হয়তো বা এদের আগমন ঘটতে পারে। তারা রহনপুর হয়ে নওগাঁ ও রাজশাহী বরেন্দ্র অঞ্চলে ঢুকে পড়েছিল। সর্বশেষ দল ছুট হিসেবে শনিবার, শুক্রবার ও রবিবার দেখা গেছে চাঁপাইনবাবগঞ্জ শহরের বেলেপুকুর অঞ্চলে।
×