ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চবিকে প্রথম ইনক্লুসিভ ভার্সিটি ঘোষণা

প্রকাশিত: ০৫:০৪, ২ আগস্ট ২০১৭

চবিকে প্রথম ইনক্লুসিভ ভার্সিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ইনক্লুসিভ ইউনিভার্সিটি বাস্তবায়নে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে চ্যালেঞ্জ ফান্ড-২০১৭। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে এ কর্মসূচীর কার্যক্রম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বেছে নেয়া হয়েছে সর্বপ্রথম ইনক্লুসিভ ইউনিভার্সিটি হিসেবে। বিদ্যমান চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করে সকলের জন্য শিক্ষার বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করতে এ প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন (এটুআই) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ চ্যালেঞ্জ ফান্ড উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিনের সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেনÑ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব সোহরাব হোসাইন। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার অধিকার বাস্তবায়নে বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ। প্রতিবন্ধী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করতে সার্বিক ব্যবস্থা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের সর্বপ্রথম ইনক্লুসিভ ইউনিভার্সিটি হিসেবে ঘোষণা দেয়ার ভিশনকে সামনে রেখে এ বিশ্ববিদ্যালয়ের সহায়তায় বিদ্যমান চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করা হয়েছে। তার মধ্য কারিগরিভিত্তিক সমস্যা সমাধানের জন্য তিনটি চ্যালেঞ্জ নির্বাচন করে এটুআই প্রোগ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে এ চ্যালেঞ্জ ফান্ড প্রতিযোগিতার আয়োজন করেছে। এর মাধ্যমে ইনক্লুসিভ ইউনিভার্সিটি বাস্তবায়নে ডিজেবিলিটি চ্যালেঞ্জ ফান্ড প্রতিযোগিতার দ্বার উন্মুক্ত হলো।
×