ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজশাহীতে হত্যার দায়ে একজনের ফাঁসি

প্রকাশিত: ০৫:০৪, ২ আগস্ট ২০১৭

রাজশাহীতে হত্যার দায়ে একজনের ফাঁসি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে হত্যা মামলায় এক আসামির ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে মামলার অপর ৮ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শিরীন কবিতা আখতার এই রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু। সাজাপ্রাপ্ত আসামির নাম রতন হোসেন (২৬)। তিনি রাজশাহী নগরের বোয়ালিয়া থানার পঞ্চবটি শেখেরচক এলাকার সাইদুর রহমানের ছেলে। প্রতিবেশী গোলাম মোর্তজার ছেলে জনি হোসেনকে (২৫) কুপিয়ে হত্যার দায়ে আদালত রতনকে এই দ- দিয়েছে। আইনজীবী এন্তাজুল হক বলেন, রতনের ফাঁসির আদেশ দেয়া ছাড়াও তার ২০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। ২০১৩ সালের ওই হত্যাকা-ের পর থেকেই রতন হোসেন পলাতক আছেন। তার ফেরারি অবস্থায় মামলার বিচারকাজ শেষ হলো। তবে এ মামলার অপর ৮ আসামি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। আদালত তাদের খালাস দিয়েছেন। খালাসপ্রাপ্তরা সবাই রতনের নিকটাত্মীয় বলে জানান তিনি। উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ নবেম্বর আসামি রতন তার প্রতিপক্ষ জনিকে হাঁসুয়া দিয়ে মাথায় আঘাত করেন। এতে জনির মাথায় গুরুতর জখম হয়। এ ঘটনার পর তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১১ দিন পর চিকিৎসাধীন অবস্থায় জনি মারা যান।
×