ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ

প্রকাশিত: ০৫:০৩, ২ আগস্ট ২০১৭

সাংবাদিকের ওপর  হামলার প্রতিবাদে  সমাবেশ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার (মুন্সীগঞ্জ) ও মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বলের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের প্রতিবাদ কর্মসূচী অব্যাহত রয়েছে। মঙ্গলবার দুপুরে সিরাজদিখান উপজেলা থানা গেটে সিরাজদিখান প্রেসক্লাব মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচী পালন করছে। সিরাজদিখান প্রেসক্লাবের সহ-সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুলের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত দাস রনকের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সিরাজদিখান প্রেসক্লাব সাবেক সভাপতি সামসুজ্জামান পনির, প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক সালাহউদ্দিন সালমান, সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমান যুবায়ের, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহনেওয়াজ শান্ত, ক্রাইমভিশন ২৪.কম এর সম্পাদক মুক্তার হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, কোষাদক্ষ সুলতানা আক্তার, সাংবাদিক আনোয়ার হোসেন প্রমুখ। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা মীর নাসির উদ্দিন উজ্জ্বলের ওপর এই ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ জানান এবং সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আগামীকাল বৃহস্পতিবার এ সন্ত্রাসী হামলামর প্রতিবাদে লৌহজংস্থ বিক্রমপুর প্রেসক্লাব মানববন্ধন কমসূচীর আয়োজন করেছে। এদিকে, মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসারত সাংবাদিক উজ্জ্বলকে দেখতে মঙ্গলবার সকালে হাসপাতালে উপস্থিত হন জেলা প্রশাসক সায়লা ফারজানা, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএ ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি) মোহা. হারুন-অর-রশীদ। তারা কিছু সময় হাসপাতালে থেকে আহত সাংবাদিকের চিকিৎসার খোঁজ খবর নেন এবং আসামিদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন। উল্লেখ্য, গত রবিবার রাত সারে নয়টায় সাংবাদিক মীর নাসির উদ্দিন উজ্জ্বলের বাসার দরজা ভেঙ্গে ১০-১২ জনের একটি সন্ত্রাসী দল ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে নাসিরের মাথায় ও হাতে আঘাত করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করান। ট্রাক খাদে পড়ে চালক নিহত নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১ আগস্ট ॥ কালিহাতীতে তেলবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাকের হেলপার আহত হন। মঙ্গলবার সকালে উপজেলার চরভাবলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।
×