ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চুরির অভিযোগে গাছে বেঁধে কিশোরকে নির্যাতন

প্রকাশিত: ০৫:০৩, ২ আগস্ট ২০১৭

চুরির অভিযোগে গাছে বেঁধে কিশোরকে নির্যাতন

সংবাদদাতা, বদরগঞ্জ, রংপুর, ১ আগস্ট ॥ বদরগঞ্জে চাল চুরির অভিযোগে রবিন ওরফে সাগর রায় (১৪) নামে এক কিশোরকে মারধর করে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরের দিকে ঘটনাটি ঘটে পৌর শহরের চাঁদকুঠিরডাঙ্গা এলাকায়। কিশোরকে বেঁধে মারধর করার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সাগর রায়কে উদ্ধার করে থানায় নিয়ে আসে।জানা যায়, গত সোমবার বিকেলের দিকে পৌর শহরের চাঁদকুঠিরডাঙ্গার মুদি ব্যবসায়ী মোশারফ হোসেনের দোকান থেকে কে বা কারা একটি ড্রাইসেল ব্যাটারি ও এক ব্যাগ চাল চুরি করে নিয়ে যায়।দিন মঙ্গলবার দুপুরের দিকে পৌর শহরের সর্দারপাড়া রেললাইন বস্তির টন্না রায়ের ছেলে সাগর রায় ওই দোকানে খরচ করতে গেলে, ওই দোকানের চুরির বিষয়টি সে জানতে পায়। পরে ওই কিশোর মুদি দোকানদার কাছে জানতে চান আরও কিছু চুরি হয়েছে কি না। সাগরের এ কথায় মোশারফ হোসেনের সন্দেহ হয়। পরে চুরির সঙ্গে জড়িত করে তাকে আটক করা হয়। একপর্যায়ে ওই কিশোরকে মারধর করে দোকানের সামনে একটি কাঁঠাল গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, হাত-পা বেঁধে পিঠমোড়া করে একটি কাঁঠাল গাছের সঙ্গে শক্ত করে বেঁধে রাখা হয়। সাগরকে ঘিরে আশপাশে লোকজন দাঁড়িয়ে থাকলেও তাকে উদ্ধার করতে কেউ এগিয়ে আসেনি। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিশোর সাগরকে পুলিশ উদ্ধার করে নিয়ে যায়। নির্যাতন সইতে না পেরে সাগর জানায়, আমি ওই দোকান থেকে চাল চুরি করি নাই। আর চুরি করলে আমি আবার দোকানে আসব কেন।দোকানদার মোশারফ হোসেন বলেন, সাগর আমার দোকানে এসে বলে কালকে আপনার দোকান থেকে কি চুরি হয়েছে। এতে আমার সন্দেহ হলে তাকে আটক করে রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখি।
×