ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মামলা প্রত্যাহার দাবি

দ্বিতীয় দিনেও অবরুদ্ধ জাবি প্রশাসনিক ভবন

প্রকাশিত: ০৫:০২, ২ আগস্ট ২০১৭

দ্বিতীয় দিনেও অবরুদ্ধ জাবি প্রশাসনিক ভবন

জাবি সংবাদদাতা ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনের করা মামলা প্রত্যাহারসহ চার দফা দাবিতে দ্বিতীয়দিনের মতো প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে রেখেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল সাড়ে আটটা থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করে শিক্ষার্থীরা। অবরোধের কারণে প্রশাসনিক ভবনে ঢুকতে না পেরে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা ভবনের বাইরে অবস্থান করছেন। ফলে স্থবির হয়ে পড়েছে সব রকম প্রশাসনিক কার্যক্রম। সকাল সাড়ে নয়টার দিকে শিক্ষার্থীদের অবরোধ তুলে নেয়ার অনুরোধ করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ উচ্চপদের কর্মকর্তারা। রেজিস্ট্রারের অনুরোধের পরও শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে ভবনের প্রধান গেটে অবস্থান করছে। মামলা প্রত্যাহার কিংবা প্রশাসনের সঙ্গে নিঃশর্ত আলোচনায় বসার আশ্বাস না পাওয়া পর্যন্ত প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে রাখা হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
×