ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অভয়নগরে নিখোঁজ ব্যবসায়ীর লাশ নদী থেকে উদ্ধার

প্রকাশিত: ০৫:০২, ২ আগস্ট ২০১৭

অভয়নগরে নিখোঁজ ব্যবসায়ীর লাশ নদী  থেকে উদ্ধার

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ১৭ দিন ধরে নিখোঁজ অভয়নগরের নজরুল ইসলাম (৫২) নামের এক ব্যবসায়ীর বস্তাবন্দী গলিত লাশ উদ্ধার করেছে মণিরামপুর থানা পুলিশ। সোমবার রাতে পুলিশ উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের গাবুখালী এলাকার শ্মশানঘাটসংলগ্ন মুক্তেশ^রী নদী হতে লাশটি উদ্ধার করে যশোর সদর হাসপাতালের মর্গে পাঠায়। নজরুল ইসলাম যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিরপাশা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। গত ১৪ জুলাই বিকেলে সিদ্ধিরপাশা নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিখোঁজ হন তিনি। স্থানীয়দের বরাত দিয়ে থানা পুলিশ জানায়, নজরুলের সঙ্গে তার স্ত্রীর গোলযোগ চলছিল অনেক দিন ধরে। সম্প্রতি মণিরামপুরের লাউকুন্ডা গ্রামের মান্না মোল্যার ছেলে মোস্তাক নজরুলের বাড়িতে টাইলসের কাজ করতে যায়। তখন মোস্তাক দু’জনের মধ্যকার গোলযোগ দেখে নজরুলকে তাদের এলাকায় (লাউকুন্ডা গ্রামে) নতুন করে বিয়ে করতে বলে। একপর্যায়ে মেয়ে দেখার নাম করে গত ১৪ জুলাই বিকেলে মোস্তাকসহ তার সহযোগীরা নজরুলকে ডেকে মণিরামপুরের লাউকুন্ডা গ্রামে নিয়ে আসে। তখন তারা নজরুলের কাছে থাকা পঞ্চাশ হাজার টাকা ও বাইকটি কেড়ে নিয়ে আরও টাকার জন্য নজরুলকে আটকে রাখে। নজরুলের পরিবার বিষয়টি জানতে পেরে র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীকে জানায়।ধরা পড়ার ভয়ে মোস্তাক ও তার সহযোগীরা ১৫ জুলাই সন্ধ্যায় গলায় গামছা পেঁছিয়ে শ^াসরোধ করে নজরুলকে হত্যা করে। এরপর তারা হাত-পাসহ সারা শরীরে দড়ি দিয়ে বেঁেধ তা বস্তাবন্দী করে গাবুখালী শ্মশানঘাটসংলগ্ন বালিয়ার খালে বাঁশ পুঁতে পানির নিচে বেঁধে রাখে। যা দেখে ফেলেন স্থানীয় আব্দুল হামিদ নামের এক পাগল। এরপর কাউকে কিছু না বলতে ওই পাগলকে হুমকি দেয় মোস্তাক বাহিনী।
×