ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টু ক রো খ ব র

প্রকাশিত: ০৫:০০, ২ আগস্ট ২০১৭

টু ক রো  খ ব র

ধর্ষকের বিচার দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বগুড়ায় কিশোরী ধর্ষণ ও মা-মেয়েকে নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বন্ধু সভার আয়োজনে মানববন্ধনে সভাপতি তন্ময় কুমার নাথের সভাপতিত্বে বক্তব্য রাখেনÑ জেলা মহিলা পরিষদের সভাপতি রাবেয়া খাতুন, সাবেক সাধারণ সম্পাদক নুরজাহান বেগম, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য জীবন কৃষ্ণ দে, উন্নয়ন সংগঠক শিবু সাওজাল, ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি দীপঙ্কর কু-ু প্রমুখ। প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ, ১ আগস্ট ॥ মাধবপুর উপজেলার আখাউড়া সিলেট রেল সেকশনের ঢাকাগামী আন্তঃনগর কালনি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মিতু নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন। সকালে হরষপুর রেলস্টেশনের দক্ষিণ দিকে শিয়ালউড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে। মিতু উপজেলার শিয়ালউড়ি গ্রামের শরিফ মিয়ার মেয়ে এবং ব্রাহ্মণবাড়িয়া সদরের পুনিয়াউট গ্রামের সৌদি প্রবাসী রায়হান উদ্দিন রাফি মিয়ার স্ত্রী। এক বছর আগে তার বিয়ে হয়। সে গত দুই দিন আগে তার বাবার বাড়ি শিয়ালউড়ি গ্রামে বেড়াতে আসে। মঙ্গলবার সকালে ১০টার দিকে কাউকে কিছু না বলে ঘর থেকে বের হয়ে বাড়ির পাশে রেললাইনে গিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। ৯ লাখ মিটার কারেন্ট জাল জব্দ নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১ আগস্ট ॥ মেঘনা নদী কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে প্রায় ৯ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার সকালে লক্ষ্মীপুর থেকে ভোলাগামী ফেরিতে অভিযান চালিয়ে একটি কাভারভ্যান থেকে এসব জাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জালের আনুমানিক মূল্য প্রায় সোয়া তিন কোটি টাকা। জানা গেছে, লক্ষ্মীপুর জেলার মৌজু চৌধুরীহাট থেকে ছেড়ে আসা ভোলাগামী কুসুমকলি ফেরিতে অভিযান চালিয়ে কোস্টগার্ড কাভারভ্যান থেকে ১৯ বস্তা কারেন্ট জাল তারা উদ্ধার করে। তবে এ সময় এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বলে জানিয়েছে কোস্টগার্ড। এমনকি তারা অবৈধ কারেন্ট জাল পরিবহনকৃত কাভারভ্যানটিও জব্দ করেনি। বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা আহত স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সাজু (৪০) নামে এক মাদক বিক্রেতা গুলিবিদ্ধ হয়েছে। এ সময় পুলিশ ৪ রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করে। আহত মাদক বিক্রেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি শহরের ফুলবাড়ি মধ্যপাড়ায়। পুলিশ জানায়, সোমবার গভীর রাতে শহরের কামাড়গাড়ী এলাকায় নির্মাণাধী একটি মার্কেটের সামনে ওই মাদক বিক্রেতা ছিল। নারী ডিসিকে বিদায়ী সংবর্ধনা নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১ আগস্ট ॥ দক্ষ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত সিলেট বিভাগ তথা হবিগঞ্জের প্রথম নারী জেলা প্রশাসক সাবিনা আলমকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে মুক্তিযোদ্ধারা। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটরিয়ামে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ইউনিটের উদ্যোগে আয়োজিত এবং সংশ্লিষ্ট ইউনিট কমান্ডার এ্যাডভোকেট মোহাম্মদ আলী পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক সাবিনা আলম। বিশেষ অতিথি ছিলেন, এডিশনাল এসপি আ স ম শামছুর রহমান ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এমরান হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম আজহারুল ইসলাম, গণপূর্ত বিভাগের নিবার্হী প্রকৌশলী মোঃ আন্দালী ও সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন। এ সময় আরও বক্তব্য রাখেন, সাবেক উপাধ্যক্ষ মুক্তিযোদ্ধা আব্দুজ জাহের, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস শহীদ, মুক্তিযোদ্ধা আব্দুল খালেক প্রমুখ। ভূঞাপুরে বিদ্যুতস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু সংবাদদাতা, ভূঞাপুর, ১ আগস্ট ॥ ভূঞাপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার আগতেরিল্লা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলোÑ উপজেলার আগতেরিল্ল্যা গ্রামের ফজলুর হকের স্ত্রী শিরিন আক্তার (৩৫) ও ছেলে সেলিম (৫)। জানা যায়, উপজেলার আগতেরিল্ল্যিা গ্রামে নিহতের বাড়ি পাশের তারা মিয়ার মাছ চাষ পুকুরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। এ সময় শিশু সেলিম গোসল করতে পুকুরে নামলে বিদ্যুতস্পৃষ্ট হয়। এ সময় সেলিমের মা শিরিন আক্তার ছেলেকে উদ্ধার করতে গিয়ে তিনিও তারের সঙ্গে জড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা উদ্ধার করে ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অন্যদিকে নিহতদের উদ্ধার করতে গিয়ে আরও তিনজন আহত হয়। আহতদের ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগ, পুকুর মালিক তারা মিয়ার অসতর্কতার কারণে এমন ঘটনা ঘটেছে। এ ঘটনায় দোষীদের বিচার দাবি করেছেন। ঠাকুরগাঁও নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও থেকে জানান, পীরগঞ্জে কলেন্দ্রনাথ (৫০) নামে এক ব্যক্তি বিদ্যুতস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে উপজেলার জাবরহাট ইউনিয়নের কলিযুগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, টিনের চালার ফুটো বেয়ে ঘরে বৃষ্টির পানি পড়ায় কলেন্দ্রনাথ চালা ঠিক করার জন্য টিনের চালার উপড়ে ওঠেন। এ সময় পল্লী বিদ্যুতের সার্ভিস তারের ছেঁড়া অংশ টিনের চালায় পড়লে বিদ্যুতের সংস্পর্শে সেখানেই তার মৃত্যু হয়। আট সহযোগীসহ সন্ত্রাসী আটক নিজস্ব সংবাদদাতা, সাভার, ১ আগস্ট ॥ কমলাপুরের ভবানীপুর এলাকার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আল-আমিন (৪০) র‌্যাবের হাতে আটক হয়েছে। সে ওই এলাকার আব্দুল আলীম ওরফে ভোলা মিয়ার ছেলে। মঙ্গলবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার মডেল থানাধীন রেডিও কলোনি বাসস্ট্যান্ড থেকে ৮ সহযোগীসহ তাকে আটক করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৪ এর নবীনগর ক্যাম্পের সদস্যরা। আল আমিন আটক হওয়ায় মিষ্টি বিতরণ করেছে এলাকাবাসী। র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর আব্দুল হাকিম জানান, সাভারের ভবানীপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী ও প্রায় ১৪টি মামলার আসামি আল আমিন দীর্ঘদিন ধরে পলাতক ছিল। পরে এদিন ভোর রাতে আল আমিনকে ধরতে মহাসড়কের সাভারের রেডিও কলোনি বাসস্ট্যান্ডে তল্লাশি চৌকি বসায় র‌্যাব-৪। এ সময় আল আমিন একটি গাড়িতে করে নবীনগর যাচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে একটি মাইক্রোবাস আটক করে র‌্যাব। ইয়াবা পরিবহন না করার শপথ স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফের বাসিন্দা হিজড়া নুরুল ইসলাম কারাগার থেকে আদালতে আসার সময় শপথ নিয়েছেন ভবিষ্যতে কারও ইয়াবা বহন করবে না। এ জন্য পবিত্র হিসেবে প্রকৃতির সৃষ্টি ফুল লাল গোলাপ মাথায় দিয়ে নুরুল ইসলাম মঙ্গলবার আদালতে হাজির হয়। ৬ হাজার পিস ইয়াবা পরিবহনের অভিযোগে চার মাস ধরে কক্সবাজার কারাগারে ছিলেন এ হিজড়া। চার মাস হাজতবাস করার পর মঙ্গলবার জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম তাকে জামিন দিয়েছেন। হিজড়া নুরুল ইসলাম জামিনে মুক্ত হয়ে বলেন, কারও বিরুদ্ধে তার কোন অভিযোগ নেই। সব আল্লাহর হুকুম বলে মেনে নিয়েছে। এখানে লক্ষণীয়, কারাগার থেকে আদালতে আসার সময় সেখানে বাগান থেকে দুইটা লাল গোলাপ মাথায় গুঁজে দিয়েছেন। তিনি বলেন, পবিত্র লাল গোলাপ মাথায় গুঁজার সময় শপথ নিয়ে তওবা করেছিÑ আর কোন দিন ইয়াবা পরিবহনের কাজে ব্যবহার হব না। বুঝে নিয়েছি ইয়াবা মানবজাতির শক্র। অঢেল টাকার মালিক ইয়াবা কারবারিদের ছি ছি। তিনি আহ্বান জানান, অন্য কেউ যেন এ ঘৃণ্যতম কাজে ব্যবহার না হয়। ছাত্রী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১ আগস্ট ॥ সদর উপজেলার ছিলারচর দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী ইতি আক্তারকে ব্লেড দিয়ে পুঁচিয়ে জখম ও তার ওপর অমানবিক নির্যাতনের প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় ছিলারচর বালিকান্দি শেখ ফজিলাতুন্নেছা স্কুল এ্যান্ড কলেজের সামনে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুণ অর রশিদ শিকদার, ইউপি চেয়ারম্যান সাইফুল আলম বাবুল সরদার, সাবেক চেয়ারম্যান আজিবর রহমান বালি, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জয়নাল আবেদিন মোড়ল, আওয়ামী লীগ নেতা নাসিরউদ্দিন হাওলাদার লিটন, সরকারী নাজিমউদ্দিন কলেজের ভিপি প্রার্থী ও ছাত্রলীগ নেতা রিপন কাজী প্রমুখ। যুবলীগ নেতা গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম, ১ আগস্ট ॥ পটিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ সাইফুল ইসলামের অফিস ভাংচুরের দায়ে পুলিশ বোরহান উদ্দীন নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছেন। সে পটিয়া পৌরসভার গোবিন্দারখীল গ্রামের বাসিন্দা। সোমবার রাত ১টায় নিজ ঘর থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। সে পটিয়া পৌরসভা যুবলীগের সহ-সম্পাদক। পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ নেতা বোরহানসহ একদল উশৃঙ্খল যুবক গত শনিবার কাউন্সিলর সাইফুলের কার্যালয়ে ঢুকে ব্যাপক ভাংচুর করে। এ ঘটনায় সাইফুল বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন। পোল্ট্রি খামারিদের মানববন্ধন স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ আসল ডিমকে নকল দাবি করে পোল্ট্রি খামার মালিকের বিরুদ্ধে মামলা এবং দেশের অন্যতম বৃহৎ এ শিল্পকে ধ্বংসের চক্রান্তের প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন ও সমাবেশ করেছে খামার মালিকসহ সংশ্লিষ্টরা। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে কক্সবাজার পোল্ট্রি ব্যবসায়ী মালিক সমিতি, এ্যাসোসিয়েশন অব ভেটেরিনারী এক্সিকিউটিভ, কক্সবাজার পোল্ট্রি মালিক উন্নয়ন এ্যাসোসিয়েশন এবং রামুসহ কক্সবাজারের ৩ শতাধিক পোল্ট্রি খামার মালিক অংশগ্রহণ করেন। কক্সবাজার পোল্ট্রি ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মোহাম্মদ আব্দুল্লাহ, আব্দুল হক, মোহাম্মদ ফারুক, রেজাউল করিম ইকবাল ও আমিরুল ইসলাম সবুজ সহ সংশ্লিষ্টরা। সর্প দংশনে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১ আগস্ট ॥ চরভদ্রসানে সাপের কামড়ে মারা গেছে আট বছরের এক স্কুলছাত্র। মঙ্গলবার সকাল পৌনে সাতটার উপজেলার সদর ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। সাপের কামড়ে মৃত শিশু রাব্বি প্রামাণিক সদর ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামের বাসিন্দা কৃষক সাইদ প্রামাণিকের ছেলে। শিশুটি স্থানীয় মাথাভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।
×