ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আদালতের আদেশ অমান্য করে ইউপি ভবন নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৪:৫৯, ২ আগস্ট ২০১৭

আদালতের আদেশ অমান্য করে ইউপি ভবন নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ হাইকোর্টের আদেশ অমান্য করে ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ কাজ অব্যাহত রাখার প্রতিবাদে এবং সহিংস ঘটনার মাধ্যমে অসংখ্য প্রাণহানি ঘটার আশঙ্কায় ও প্রধানমন্ত্রীর জরুরী হস্তক্ষেপ কামনায় সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ঈশ্বরদীর জাতীয় সাংবাদিক সোসাইটি কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বড়াইগ্রাম উপজেলা এবং চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগ, জাতীয় পার্টির নেতৃবৃন্দ ও এলাকাবাসীর পক্ষ থেকে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে লিখিত বক্তব্য দেন, বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম মালিথা। তিনি অভিযোগ করে বলেন, এলাকার হাজার হাজার মানুষের আপত্তি থাকা সত্ত্বেও হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে চান্দাই ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ কাজ করা হচ্ছে। ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান পরিষদের নিজেস্ব স্থান থেকে মাত্র ২শ’ মিটার দূরে ব্যক্তি সুবিধা হাসিলে বিতর্কিত ও কোর্টে মামলা চলমান থাকা জমিতে ভবন নির্মাণ করছেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ নেতা জহুরুল ইসলাম মালিথা, মাহাবুব আলম বকুল, আঃ মালেক মোল্লা পাল্টা প্রশ্ন রেখে বলেন, জনস্বার্থকে উপেক্ষা করে কোন অপশক্তি বলে মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে বিতর্কিত জমিতে সরকারী অর্থে ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ করা হচ্ছে? দেশে কি আইনের প্রয়োগ নেই? আমতলীতে অজ্ঞাত রোগে অর্ধশতাধিক গরুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১ আগস্ট ॥ আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের হলদিয়া গ্রামের গত ১ মাসে অর্ধশতাধিক গরুর মৃত্যু হয়েছে। কৃষকরা গরু মারা যাওয়ার প্রকৃত কারণ খুঁজে পাচ্ছে না। প্রাণী চিকিৎসক ড. আলতাফ হোসেন বলেছেন ওই এলাকার মাটি ও ঘাসে নাইট্রেট পয়জনিং থাকায় এ সমস্যা দেখা দিয়েছে। কৃষকদের গরু ও ছাগল পালনে বিরত থাকার জন্য বলা হয়েছে। জানা গেছে, উপজেলার হলদিয়া ইউনিয়নের হলদিয়া গ্রামে গত জুলাই মাসে অজ্ঞাত রোগে অর্ধশতাধিক গরুর মৃত্যু হয়েছে। কৃষকরা বলেছেন গরু কাঁপতে কাঁপতে পেট ফুলে মারা যাচ্ছে। এতে গরুর কৃষকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পরছে। তারা কম মূল্যে গরু বিক্রি করে দিচ্ছেন। গরুর সঠিক রোগ শনাক্ত করতে পারছে না।
×