ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জলাবদ্ধতা নিরসনে প্রতিমন্ত্রীর নদী পরিদর্শন

প্রকাশিত: ০৪:৫৮, ২ আগস্ট ২০১৭

জলাবদ্ধতা নিরসনে প্রতিমন্ত্রীর নদী পরিদর্শন

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ১ আগস্ট ॥ জলাবদ্ধতা নিরসনের জন্য বৃষ্টির পানি সরাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে মঙ্গলবার সকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক কেশবপুরের হরিহর ও বুড়িভদ্রা নদীর বিভিন্ন জায়গা পরিদর্শন করেছেন। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি মজিদপুর ব্রিজের পাশে বুড়িভদ্রা নদী, মঙ্গলকোর্ট হরিহর, বুড়িভদ্রা ও আপারভদ্রার সংযোগ স্থল, চুকনগর আপারভদ্রা নদী এবং বড়েঙ্গা স্লুইচগেট পরিদর্শন করেন।-খুলনা বিভাগীয় কমিশনার ড. আব্দুস সামাদ, যশোরের জেলা প্রশাসক মোঃ আশরাফ উদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, উপজেলা নির্বাহী অফিসার এস এম সাইফুর রহমান প্রমুখ। সাতক্ষীরায় এতিম নির্যাতনকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরা সরকারী শিশু পরিবারের (বালক এতিমখানা) শিশুদের ওপর যৌন ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে এবং নির্যাতনের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় সাতক্ষীরা শহীদ আলাউদ্দীন চত্বরে মুক্তিযোদ্ধা জনতার আয়োজনে এই কর্মসূচী পালন করা হয়। মুক্তিযোদ্ধা সুভাষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু, সাবেক অধ্যক্ষ নিমাই ম-ল, শ্রমিক লীগ নেতা হারুন অর রশীদ, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আলী নুর খান বাবুল, জেলা সিপিবির সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, উন্নয়নকর্মী মাধব দত্ত প্রমুখ। সমাবেশে বক্তারা অবিলম্বে এই শিশু নির্যাতনকারীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
×