ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গলাচিপায় স্লুইসগেট দখল করে পাকা স্থাপনা নির্মাণ

প্রকাশিত: ০৪:৫৭, ২ আগস্ট ২০১৭

গলাচিপায় স্লুইসগেট দখল করে পাকা স্থাপনা নির্মাণ

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ গলাচিপা উপজেলা শহরে পানি উন্নয়ন বোর্ডের নাকের ডগায় বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের স্লুইসগেট দখল করে নির্মিত হচ্ছে পাকা স্থাপনা। এতে একদিকে হুমকির মুখে পড়েছে কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত স্লুইসগেট। আরেকদিকে গলাচিপা পৌর শহরের পানি নিষ্কাষণ ব্যবস্থাও ভবিষ্যতে ভেঙ্গে পড়ার আশঙ্কা করা হচ্ছে।সরেজমিনে দেখা গেছে, গলাচিপা পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের ডাকুয়া স্লুইসগেটের প্রায় গা ঘেঁষে পূর্ব পাশে স্থানীয় হাবিব পেয়াদা নামের এক ব্যক্তি গত কয়েকদিন ধরে একটি পাকা স্থাপনা নির্মাণ করছে। এরই মধ্যে বেজ ঢালাই দিয়ে কলাম দাঁড় করানোর কাজ শেষ হয়েছে। এখন চলছে নিচের ছাদ ঢালাইয়ের কাজ। দৈর্র্ঘে প্রায় ২০ ফুট এবং প্রস্থে অন্তত ১৫ ফুট জায়গা দখল করে এ স্থাপনা নির্মাণ করা হচ্ছে। স্লুইসগেটের জমি নিজের দাবি করে হাবিব পেয়াদা নামের ওই ব্যক্তি সোমবার দুপুরে নির্মাণস্থলে দাঁড়িয়ে জানান, আওয়ামী লীগের কয়েক নেতা তাকে স্থাপনা নির্মাণ করার অনুমতি দিয়েছে। এখানে তিনি তেল-মবিলের ব্যবসা করবেন। এ সময় নির্মাণস্থল পরিদর্শন করতে এসে পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার ফয়সাল জানান, স্থাপনা নির্মাণে পানি উন্নয়ন বোর্ড থেকে হাবিব পেয়াদাকে কোন ধরনের অনুমতি দেয়া হয়নি। বরং এখানে পাকা স্থাপনা করা হলে কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত স্লুইসগেটটি যে কোন মুহূর্তে ধসে পড়তে পারে। তিনি হাবিব পেয়াদাকে নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেন। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সার্ভেয়ার নির্মাণস্থল থেকে চলে যাওয়ার পর পরই হাবিব পেয়াদা আবার ছাদ ঢালাইয়ের কাজ শুরু করেন। এ বিষয়ে পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসানুজ্জামান জানান, সার্ভেয়ার পাঠিয়ে নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশনা উপেক্ষা করা হলে থানায় মামলাসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এদিকে, স্লুইসগেটের আশেপাশের বাসিন্দারা জানিয়েছেন, গোটা গলাচিপা পৌর শহরের পানি নিষ্কাষণের একমাত্র মাধ্যম হচ্ছে এ স্লুইসগেট।কোনক্রমে এটি বিধ্বস্ত বা ক্ষতিগস্ত হলে পৌর এলাকায় মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হবে।এতে পৌরবাসী চরম ভোগান্তিতে পড়বে।
×