ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অকারণে দর বাড়ছে সিনোবাংলার

প্রকাশিত: ০৪:৫১, ২ আগস্ট ২০১৭

অকারণে দর বাড়ছে সিনোবাংলার

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ নেই পুঁজিবাজারের তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনরকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে। বিশ্লেষণে দেখা যায়, গত ২০ জুলাই থেকে শেয়ারটির দর বেড়েই চলেছে। কারখানা স্থাপনের জন্য উৎপাদন বন্ধ বিডি ওয়েল্ডিংয়ের অর্থনৈতিক রিপোর্টার ॥ কারখানা স্থানান্তরের জন্য উৎপাদন স্থগিত থাকবে বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডস লিমিটেড (বিডি ওয়েল্ডিং)। শনিবার অনুষ্ঠিত এ কোম্পানির পর্ষদ সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রাম থেকে ঢাকার ধামরাইয়ের বিনানামায় কারখানা স্থানান্তর করার লক্ষ্যে আপাতত বন্ধ থাকবে। রহনপুর রেলবন্দর হয়ে মৈত্রী ট্রেন যাবে কলকাতা এবার মৈত্রী ট্রেনের রুট সম্প্রসারিত হচ্ছে। আর এই মৈত্রী ট্রেন চলবে রহনপুর রেলবন্দর হয়ে রাজশাহী থেকে কলকাতা। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলাকে একটি অনুরোধ পত্র দিয়ে ছিলেন এ অঞ্চলের জনৈক সংসদ সদস্য। রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়ের মাধ্যমে এ অনুরোধ পত্র দেয়া হয়েছিল। ভারতীয় হাইকমিশনারের পরামর্শ মোতাবেক এই চিঠি পৌঁছা মাত্রই শুরু হয়ে গেছে প্রাথমিক কার্যকলাপ। শীঘ্রই রাজশাহী হয়ে আমনুরা রেল জংশন ছুয়ে ট্রেনটি রহনপুর রেলবন্দর হয়ে ভারতের-মালদা-খাগড়াঘাট দিয়ে হাওড়া যাবে। এতে রাজশাহীসহ চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের যেসব রোগী চিকিৎসার জন্য ব্যাঙালোর চেন্নাই, ভেলর, কলিকাতা, দিল্লীসহ ভারতের বিভিন্ন শহরে সহজেই যাওয়ার সুযোগ নিতে পারবে। পাশাপাশি নওগাঁর একটি অংশসহ বিশাল বরেন্দ্র অঞ্চলের রোগীরাও রহনপুর রেলবন্দর স্টেশন হয়ে ভারতে যেতে পারবে। Ñডি.এম তালেবুন নবী, চাঁপাইনবাবগঞ্জ পোশাক শিল্পের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত এ্যাকর্ড-এ্যালায়েন্স বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকারখানা সংস্কারের নামে বিদেশী ক্রেতাদের জোট এ্যাকর্ড ও এ্যালায়েন্স এই খাতের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে একটি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। আগামী মে মাসের পর থেকে সংগঠন দুটিকে এদেশে কাজ করার অনুমতি না দিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি বাহারানে সুলতান বাহার। ‘নিরাপত্তার নামে এ্যাকর্ড-এ্যালায়েন্স কর্তৃক পোশাক কারখানা বন্ধ করে লাখো শ্রমিক বেকার করার প্রতিবাদে’ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানান তিনি। বাহারানে বলেন, যদি নিরাপত্তার কারণে কোন কারখানা বন্ধ করতে হয়, তবে সংশ্লিষ্ট মালিক ও শ্রমিকদের ক্ষতিপূরণ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এ্যাকর্ড। কিন্তু তারা সেটা না করে ঠুনকো অজুহাতে একের পর এক কারখানা বন্ধ করে চলছে। -অর্থনৈতিক রিপোর্টার
×