ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর বিরুদ্ধে তদন্ত শুরু

প্রকাশিত: ০৪:৪৬, ২ আগস্ট ২০১৭

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর  বিরুদ্ধে তদন্ত শুরু

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) অসৎ উপায় অবলম্বন করে ব্যবসা করছে- এমন অভিযোগে এবার কোম্পানিটির বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। কোম্পানিটির বিরুদ্ধে অভিযোগ, পূর্ব আফ্রিকায় ব্যবসায়িক স্বার্থ হাসিলের জন্য ধূমপানবিরোধী আইন ফাঁকি দিতে কোম্পানিটির কর্মকর্তারা সরকারী কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন। ঘটনাটি ২০১৫ সালে বিবিসির প্রতিবেদনে প্রথম উঠে আসে। ওই সময় অবশ্য কোম্পানিটির পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়। তবে বিএটি এখন এক বিবৃতিতে জানিয়েছে, তারা এ ধরনের অভিযোগ তদন্তের বিষয়ে ব্রিটেনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পুরোপুরি সহায়তা করবে। বিএটির প্রধান নির্বাহী জানান, তাদের পলিসি অনেক শক্তিশালী। তারপরও যদি কোন ভুল হয়ে থাকে তবে তা তদন্তে উঠে আসবে। তিনি বলেন, প্রায় ২০০ দেশে আমাদের ব্যবসা রয়েছে। সুতরাং সবকিছু শতভাগ সততার মধ্যে চলছে তার গ্যারান্টি দিচ্ছি না। তবে আমরাও বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছি। সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক কোম্পানিটি মার্কিন কোম্পানি রেনল্ডসের পুরো মালিকানা কিনে নেয়। কয়েকদিন যেতে না যেতেই এ ধরনের তদন্তের মুখে পড়তে হচ্ছে কোম্পানিটিকে। উল্লেখ্য, বাংলাদেশের পুঁজিবাজারেও তালিকাভুক্ত বিএটি। ১৯৭৭ সালে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। দেশের বাজারে কোম্পানিটি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড নামে ব্যবসা করছে। আরএসআরএমের অনুমোদিত মূলধন এখন ৫০০ কোটি টাকা অনুমোদিত মূলধন বাড়িয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (আরএসআরএম)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সোমবার কোম্পানির বিশেষ সাধারণ সভার (ইজিএম) অনুমোধিত মূলধন ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করার অনুমোদন দেয়া হয়েছে। ডিএসই বলছে, এর আগে কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৩৫৩তম সভায় কোম্পানির অনুমোধিত মূলধন ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩০০ কোটি টাকা করার প্রস্তাব করে কোম্পানি। তবে পরে তা বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়। উল্লেখ্য, সর্বশেষ প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির ৯ মাসে (জুলাই-মার্চ) ইপিএস ৬ টাকা ২ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৩৮ পয়সা। আর সর্বশেষ ৩ মাসে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ৯০ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৮৪। -অর্থনৈতিক রিপোর্টার এশিয়ান টাইগার ফান্ডের লভ্যাংশ ঘোষণা সাড়ে ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ট্রাস্টি কমিটি। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ৩০ জুন ২০১৭, সমাপ্ত হিসাব বছরের জন্য ফান্ডের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়। ২০১৫ সালে তালিকাভুক্তির পর থেকে ফান্ডটি মেয়াদী গ্রোথ ফান্ড হিসেবে নগদ লভ্যাংশ বিতরণের ধারা অব্যাহত রাখছে। তালিকাভুক্তির মাত্র ৩ মাস পর ফান্ডটি ২০১৪-১৫ হিসাব বছরের জন্য সাড়ে ৭ শতাংশ নগদ লভ্যাংশ এবং আড়াই শতাংশ রি-ইনভেস্টমেন্ট ইউনিট ঘোষণা দিয়েছিল। দ্বিতীয় ও তৃতীয় বছরেও ফান্ডটি উচ্চ নগদ লভ্যাংশ প্রদানের ধারা অব্যাহত রাখে। ২০১৫-১৬ হিসাব বছরে ফান্ডটি ১৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ২০১৬-১৭ হিসাব বছরে ফান্ডটির নগদ লভ্যাংশ প্রদানের হার বৃদ্ধি পেয়ে দাঁড়ায় সাড়ে ১৫ শতাংশ। -অর্থনৈতিক রিপোর্টার
×