ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইসিবির ৫ বে-মেয়াদী ফান্ডের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৪:৪৫, ২ আগস্ট ২০১৭

আইসিবির ৫ বে-মেয়াদী ফান্ডের লভ্যাংশ ঘোষণা

অর্থনৈতিক রিপোর্টার ॥ রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবি’র সহযোগী প্রতিষ্ঠান আইসিবি এ্যাসেট মেনেজমেন্ট কোম্পানি পরিচালিত ৫টি বে-মেয়াদী মিউচুয়াল ফান্ড ইউনিট হোল্ডারদের নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। ৩১ জুলাই অনুষ্ঠিত ফান্ডগুলোর ট্রাস্টি সভায় ২০১৬-১৭ অর্থবছরের জন্য লভ্যাংশ অনুমোদন হয়েছে। ফান্ডগুলোর ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে আইসিবি। সিদ্ধান্ত অনুযায়ী, আইসিবি এএমসিএল ইউনিট ফান্ড ইউনিটপ্রতি ২০.৫০ টাকা লভ্যাংশ দেবে। ফান্ডটির প্রতিটি ইউনিটের বিক্রয় মূল্য ২২৭ টাকা এবং পুনঃক্রয় মূল্য ২২২ টাকা। আইসিবি এএমসিএল পেনশন হোল্ডার্স ইউনিট ফান্ড হিসাব বছরের দ্বিতীয় ভাগের জন্য ইউনিটপ্রতি ৯.৫০ টাকা লভ্যাংশ দেবে। প্রথমভাগের জন্য ৪ টাকা দিয়েছিল। হিসাব বছরে মোট ১৩.৫০ টাকা লভ্যাংশ দিল ফান্ডটি। ফান্ডটির প্রতিটি ইউনিটের বিক্রয়মূল্য ১৯০ টাকা এবং পুনঃক্রয় মূল্য ১৮৫ টাকা।বাংলাদেশ ফান্ড ইউনিটপ্রতি ৬.৫০ টাকা লভ্যাংশ দেবে। ফান্ডটির প্রতিটি ইউনিটের বিক্রয়মূল্য ১০০ টাকা এবং পুনঃক্রয় মূল্য ৯৭ টাকা। আইসিবি এএমসিএল কনভার্টেড ফার্স্ট ইউনিট ফান্ড ইউনিটপ্রতি ০.৬০ টাকা লভ্যাংশ দেবে। ফান্ডটির প্রতিটি ইউনিটের বিক্রয়মূল্য ১০ টাকা এবং পুনঃক্রয় মূল্য ৯.৭০ টাকা। আইসিবি এএমসিএল ইসলামিক ইউনিট ফান্ড ইউনিটপ্রতি ০.৮০ টাকা লভ্যাংশ দেবে। ফান্ডটির প্রতিটি ইউনিটের বিক্রয়মূল্য ১০.৩০ টাকা এবং পুনঃক্রয় মূল্য ১০ টাকা। ৩০ জুন, ২০১৭ পর্যন্ত ফান্ডগুলোতে যেসব ইউনিট হোল্ডারদের নাম থাকবে কেবল তারাই এ লভ্যাংশ পাবেন। আগামী ১৬ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত লভ্যাংশ বিতরণ করা হবে।
×