ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কর্মকর্তাদের হাতে শিক্ষক প্রহৃত ॥ অস্থিরতা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে

প্রকাশিত: ০৬:০৩, ১ আগস্ট ২০১৭

কর্মকর্তাদের হাতে শিক্ষক প্রহৃত ॥ অস্থিরতা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে

স্টাফ রিপোর্টার ॥ কর্মকর্তাদের হাতে শিক্ষক প্রহৃত হওয়ার ঘটনা কেন্দ্র করে অস্থিরতা ছড়িয়ে পড়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। মারধরের ঘটনার প্রতিবাদে দুদিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। মারধরের ঘটনায় শিক্ষকের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। শিক্ষার্থীরা অবিলম্বে অপরাধীদের বিচার দাবি করেছেন। জানা গেছে, রবিবার বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে মারধরের অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয়টির কর্মকর্তাদের বিরুদ্ধে। ঘটনার পরপরই তা নিয়ে মহাখালীতে বেসরকারী বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে উত্তেজনা বাড়তে থাকে। সোমবার পুলিশেও গড়িয়েছে ঘটনা। বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও আইন বিভাগের শিক্ষক ফারহান উদ্দিন মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠে। আইন বিভাগের এ্যালামনাই এ্যাসোসিয়েশনের পরিচালক ইয়াসির আরাফাত সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন, শিক্ষক ফারহান উদ্দিনকে চাকরিচ্যুত করতে তাকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ কয়েক কর্মকর্তা মারধর করেছেন। সোমবারও এ্যালামনাই এ্যাসোসিয়েশনের সদস্যরা ক্যাম্পাসে এসে বিক্ষোভ করেছেন। তারা জড়িতদের ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন। ফেসবুকসহ ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা শিক্ষকের পক্ষে সরব হয়েছেন। ফারহান চুক্তিভিত্তিক নিয়োগে ছিলেন বিশ্ববিদ্যালয়টিতে। যার বিরুদ্ধে শিক্ষার্থীরা অভিযোগের আঙ্গুল তুলেছেন বিশ্ববিদ্যালয়টির সেই রেজিস্ট্রার মুহাম্মদ শাহুল আফজালের কোন বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা ঘটনাটি বনানী থানায় জানিয়েছেন।
×