ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চেন্নাইয়ে অস্ত্রোপচারের পরও চোখের আলো ফিরবে না সিদ্দিকুরের

প্রকাশিত: ০৬:০১, ১ আগস্ট ২০১৭

চেন্নাইয়ে অস্ত্রোপচারের পরও চোখের আলো ফিরবে না সিদ্দিকুরের

স্টাফ রিপোর্টার ॥ ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানের অস্ত্রোপচারের পরও চোখের আলো ফিরবে না বলে জানিয়েছেন চিকিৎসকেরা। সোমবার চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয়ে সিদ্দিকুর রহমানের চোখ পরীক্ষা-নিরীক্ষা করেন চিকিৎসক লিঙ্গম গোপাল। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক লিঙ্গম গোপাল জানান, অস্ত্রোপচার করেও কিছু হবে না। ঢাকায় অস্ত্রোপচারের পর সিদ্দিকুর রহমান তার ডান চোখে কোন আলো দেখছিলেন না। বাঁ চোখে এক দিক থেকে আলো ফেললে আলোর উপস্থিতি টের পাচ্ছিলেন। বাঁ চোখের অবস্থা কি তা জানতেই সিদ্দিকুরকে চেন্নাইয়ে নেয়া হয়। সেখানকার চিকিৎসকেরা জানালেন, অস্ত্রোপচারেও কিছু হবে না। সিদ্দিকুর রহমানের বন্ধু, সহপাঠী শেখ ফরিদ বলেন, বেলা দেড়টার পর প্রায় আধা ঘণ্টা সিদ্দিকুরের সঙ্গে আমার কথা হয়েছে। অনেকক্ষণ কান্নাকাটির পর সিদ্দিকুর আমাকে জানায়, আজ চোখ পরীক্ষা-নিরীক্ষা করার পর ডাক্তার লিঙ্গম গোপাল সরাসরি জানিয়েছেন, চোখ ভাল হবে না। এমনকি অস্ত্রোপচারেও ভাল হওয়ার সম্ভাবনা নেই। ফরিদ আরও জানান, চোখ ভাল না হলে আমি বাঁচব কি করে এ কথাই বার বার বলছিল সিদ্দিকুর। ওকে সান্ত¡না দেয়ার মতো শক্তি আমার নেই। তিনি জানান, সিদ্দিকুরের সঙ্গে আছেন ওর বড় ভাই নায়েব আলী ও জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক জাহিদুল আহসান। বেলা ১টা ৪০ মিনিট থেকে ২টা পর্যন্ত সিদ্দিকুর রহমান ও সঙ্গে থাকা বড় ভাই নায়েব আলীর সঙ্গে মেসেঞ্জারে কথা হয়েছে। অস্ত্রোপচার করেও কিছু হবে না চিকিৎসক এ কথা জানানোর পর দীর্ঘক্ষণ কক্ষে বসে কান্নাকাটি করেছেন সিদ্দিকুর রহমান। তারা ভেঙ্গে পড়েছেন। সিদ্দিকুর রহমান সবার দোয়া চেয়েছেন বলে জানান শেখ ফরিদ। শেখ ফরিদ সিদ্দিকুরের বড় ভাইয়ের বরাত দিয়ে বলেন, চিকিৎসার বিষয়টির সর্বশেষ কি হয় এরপর দেশে ফেরার সিদ্ধান্ত হবে। আজ (মঙ্গলবার) রাতে ডাক্তাররা আপডেট জানাতে চেয়েছেন। রাতে জানা যাবে চিকিৎসার জন্য আরও থাকতে হবে নাকি দেশে ফিরবে।
×