ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পিরোজপুরে মেজর জিয়াউদ্দিনের দাফন আজ

প্রকাশিত: ০৬:০০, ১ আগস্ট ২০১৭

পিরোজপুরে মেজর জিয়াউদ্দিনের দাফন আজ

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ৩১ জুলাই ॥ মুক্তিযুদ্ধে ৯নং সেক্টরের সুন্দরবন অঞ্চলের সাব-সেক্টর কমান্ডার ও জাতির জনক বঙ্গবন্ধু হত্যা মামলার অন্যতম সাক্ষী, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদের কফিন সড়কপথে ঢাকা থেকে বিকেলে পিরোজপুর শহরের সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে পৌঁছলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। এ সময় মুক্তিযোদ্ধারা একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে রেজাউল পলাতক ছিল। আদালত সূত্রে জানা যায়, নিহত ফিরোজ মাঝি পিরোজপুর ডিসি অফিসে মাস্টাররোলে এমএলএসএস ছিলেন। সদর উপজেলার কালিকাঠি গ্রামে ফিরোজ বসবাস করতেন। ফিরোজ মাঝির বোন রিমুর ধুপপাশা গ্রামে বিয়ে হয়। বিয়ের চার মাস পর রেজাউল খান সানুমোল্লার মাধ্যমে বিবাহিত রিমুর পরিবারের কাছে বিয়ের প্রস্তাব পাঠায়। রিমুকে বিয়ের প্রস্তাব দিলে ফিরোজ মাঝি ও তার মা উত্তেজিত হয়ে আসামিদের গালাগাল করে। এ ঘটনা নিয়ে সালিশ বৈঠক হয়। সালিশ বৈঠকে বিষয়টি মীমাংসা না হওয়ায় আসামিরা ফিরোজ মাঝিকে হত্যার পরিকল্পনা করে। ২০১২ সালের ৪ এপ্রিল রাত ১২টার দিকে ফিরোজ মাঝি চরমোনাই পীরের মাহফিল থেকে বাড়ি ফিরছিলেন। আসামিরা পূর্বপরিকল্পনা অনুযায়ী ফিরোজ মাঝিকে পথিমধ্যে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মা নাসিমা বেগম পরদিন বাদী হয়ে পিরোজপুর সদর থানায় দশজনকে আসামি করে হত্যা মামলা করেন। বিচারক সাক্ষ্য শেষে তিনজনকে ফাঁসি ও সাত জনকে যাবজ্জীবন এবং ফাঁসি পাওয়া ব্যক্তিদের ২০ হাজার টাকা জরিমানা ও যাবজ্জীবন পাওয়া ব্যক্তিদের ১০ হাজার টাকা জরিমানা করেন। নেত্রকোনায় যুবকের মৃত্যুদ- ॥ নিজস্ব সংবাদদাতা জানান, বালু ব্যবসায়ী নূরুল আলম ওরফে নূরুল আমিনকে (৩০) হত্যার রনি মিয়া ওরফে মুন্না (২৩) নামে এক যুবককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- এবং ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। দ-প্রাপ্ত রনি মিয়া ওরফে মুন্নার বাড়ি পূর্বধলা উপজেলার নাটেরকোনা-ন’পাড়া গ্রামে। নেত্রকোনার জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা সোমবার দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। ২০১৬ সালের ১ এপ্রিল সকালে দুর্গাপুর উপজেলার বিরিশিরি এলাকার বিচিত্রা গেস্টহাউজে বালু ব্যবসায়ী নূরুল আলমের জবাই করা লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের ভাই সেলিম উল্লাহ বাদী হয়ে অজ্ঞাত সংখ্যক ব্যক্তিকে আসামি করে দুর্গাপুর থানায় মামলা করেন। চাঁপাইয়ে জেএমবি সদস্যের যাবজ্জীবন ॥ স্টাফ রিপোর্টার জানান, চাঁপাইনবাবগঞ্জের একটি আদালত সোমবার জেএমবির এক সদস্যকে অস্ত্র আইনে যাবজ্জীবন কারাদ- প্রদান করেছেন। দ-প্রাপ্ত জেএমবি সদস্য হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চর মোহনপুর গ্রামের দুরুল হোদার ছেলে সেলিম ওরফে হারুন মিস্ত্রি (৩৪)। চাঁপাইনবাবগঞ্জ স্পেশাল ট্রাইবুনাল-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন। শেরপুরে শ্যালিকা হত্যা মামলায় ভগ্নিপতির মৃত্যুদ- ॥ নিজস্ব সংবাদদাতা জানান, শেরপুরে আপন শ্যালিকাকে হত্যার চাঞ্চল্যকর মামলায় ভগ্নিপতি রঞ্জিত চন্দ্র দাসকে (৪৭) মৃত্যুদ- দিয়েছে আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মুসলেহ উদ্দিন আসামির উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন। অতিরিক্ত পিপি ইমাম হোসেন ঠান্ডু জানান, রঞ্জিত চন্দ্র দাস বিয়ের পর থেকে ঝিনাইগাতী হাতিবান্ধা গ্রামে শ্বশুর মনেন্দ্র দাসের বাড়িতে বসবাস করছিল। ২০১২ সালের ১৯ ফেব্রুয়ারি বিকেলে ল্যাট্রিন ব্যবহার নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে রঞ্জিত উত্তেজিত হয়ে শ্যালিকা চানবালা রানী দাসকে (২৮) দা দিয়ে উপুর্যপরিভাবে কোপাতে থাকে। ওই অবস্থায় বড় বোন সুমতি রানী দাস (৪৫) চানবালাকে রক্ষার চেষ্টা করলে রঞ্জিত তাকেও কুপিয়ে রক্তাক্ত করে। গুরুতর আহত দুজনকেই জেলা সদর হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যায় চানবালা মারা যান। ওই ঘটনায় একইদিন চানবালার বাবা মনেন্দ্র দাস বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি হত্যা মামলা করেন। এদিকে একইদিন একই আদালত কৃষক নিজাম উদ্দিন হত্যা মামলায় আবেদ আলী (৩৫) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদ- ও ৪০ হাজার টাকা অর্থদ-, অনাদায়ে আরও ৬ মাসের কারাদ- দিয়েছে। আবেদ আলী সদর উপজেলার পাঞ্জরভাঙ্গা গ্রামের সিরাজ আলীর পুত্র। তবে ঘটনার পর থেকেই আবেদ আলী পলাতক রয়েছে। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর ১২ আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত। ময়মনসিংহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন ॥ াফ রিপোর্টার জানান, ভালুকায় স্ত্রী আমেনা খাতুনকে হত্যার দায়ে স্বামী খোরশেদ আলমকে যাবজ্জীবন কারাদ-ের আদেশ দিয়েছে ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক শাহরিয়ার কবির। সোমবার ওই মামলা রায় ঘোষণা করা হয়। আদালত সূত্র জানায়, গত ২০১৩ সালের ৯ সেপ্টেম্বর ময়মনসিংহের ভালুকা উপজেলার সোয়াইল গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে খোরশেদ আলম (৪০) দাম্পত্য কলহের জেরে তার স্ত্রী আমেনা খাতুনকে (৩৫) দেশীয় অস্ত্র দিয়ে আঘাত ও গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। ঝালকাঠিতে মাদক মামলায় ২ জনের কারাদ- ॥ নিজস্ব সংবাদদাতা জানান, ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় মোঃ লাভলু হাওলাদার ও বাহাদুর হাওলাদার নামে ২ জনকে ২ বছরের কারাদ- দিয়েছে। সোমবার বিচারক মোঃ বজলুর রহমান আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন।
×