ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পেনাল্টি শূটআউটে জুভেন্টাসের জয়

প্রকাশিত: ০৫:০০, ১ আগস্ট ২০১৭

পেনাল্টি শূটআউটে জুভেন্টাসের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ (আইসিসি) ফুটবলে জয় পেয়েছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। রবিবার রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জিলেট স্টেডিয়ামে স্বদেশী ক্লাব এএস রোমাকে পেনাল্টি শুটআউটে ৫-৪ গোলে হারিয়েছে জুভেন্টাস। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল। ম্যাচটি শুরু থেকে শেষ পর্যন্ত ছিল উত্তেজনায় ভরপুর। ২৯ মিনিটে জুভেন্টাসকে এগিয়ে নেন ক্রোশেয়ান ফরোয়ার্ড মারিও মানদুকিচ। বিরতির পর ৭৪ মিনিটে রোমাকে সমতা ফেরান এডিন জেকো। গত মৌসুমে ইতালিয়ান সিরি এ লীগের শীর্ষ দুই দলের এ লড়াই মূলত আসন্ন ঘরোয়া মৌসুমে চিরপ্রতিদ্বন্দ্বী দুদলের চিরায়ত লড়াইয়ে পরিণত হয়েছিল। যে কারণে জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রি ও রোমা কোচ ইউসেবিও ডি ফ্র্যান্সেকো সম্ভাব্য সেরা একাদশ মাঠে নামিয়েছিলেন। শুরু থেকে থেকে অবশ্য জুভেন্টাসই বেশি আক্রমণাত্মক ছিল। এর ফলও পেয়ে যায় ২৯ মিনিটে। দিয়েগো পেরোত্তি ও জেকো মিলে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করায় এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় রোমাকে। বিরতির পর আলেক্সান্দার কোলারোভের ক্রস থেকে জেকো আর ভুল করেননি। এর ফলে নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। পেনাল্টি শুটআউটে রোমার ১৮ বছর বয়সী ইতালিয়ান স্ট্রাইকার মার্কো টামিনেলো গোল করতে ব্যর্থ হলে ৫-৪ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস। ম্যাচ শেষে জুভেন্টাসের তারকা গোলরক্ষক ও অধিনায়ক জিয়ানলুইজি বুফান বলেন, আসন্ন মৌসুমে জুভেন্টাসের জন্য লীগ শিরোপা ধরে রাখা বেশ কঠিন হবে। ২০১৭-১৮ মৌসুমে টানা সপ্তমবারের মতো সিরিএ শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে জুভেন্টাস। কিন্তু ইতোমধ্যেই এসি মিলান, রোমা, ইন্টার মিলান ও নেপোলিও গত মৌসুমে নিজেদের শক্তিমত্তার পরিচয় দিয়েছে। দল গোছানোর দিক থেকেও দলগুলো কোনভাবেই আর পিছিয়ে নেই বলেই মনে করেন বুফন। এ ক্লাবগুলোর মধ্যে দলবদলের বাজারে সবচেয়ে সক্রিয় ভূমিকা রেখেছে মিলান। ইতোমধ্যেই আসন্ন মৌসুমকে সামনে রেখে জুভেন্টাসকে টপকে বিশ্বের বিভিন্ন ক্লাব থেকে লুকাস বিগলিয়া, আন্দ্রে সিলভা, হাকান কালহানোগলু, আন্দ্রে কোন্টি, রিকার্ডো রড্রিগুয়েজ, মাতেও মুসাচ্চিও, ফ্র্যাংক কেসি ও ফ্যাবিও বোরিনির মতো পরীক্ষিত ফুটবলারদের দলে ভিড়িয়েছে মিলান। এছাড়া রিক কাড্রপ, কেনগিস আন্ডার, আলেক্সান্দার কোলারোভ, ম্যাক্সিম গোনালোনস, লিওনার্দো পেলেগ্রিনি ও হেক্টর মোরেনো রোমায় যোগ দিয়েছেন। ইন্টারে যোগ দিয়েছেন স্প্যানিশ সেন্ট্রল মিডফিল্ডার বোয়া ভালেরো ও সেøাভেকিয়ান সেন্টার ব্যাক মিলান স্কিরিনার। গত মৌসুমে তৃতীয় স্থানে থেকে মৌসুম শেষ করা নেপোলি অবশ্য তাদের পুরনো দলের ওপরই আস্থা রেখেছে। এসব বিষয় মাথায় রেখে বুফন বলেন, যুক্তরাষ্ট্র সফরটা বেশ ভাল ছিল। মৌসুম শুরুর আগে নিজেদের ফর্ম ফিরে পাওয়ার জন্য পুরো সফরটাই আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল।
×