ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কর ফাঁকি মামলায় আদালতে রোনাল্ডো

প্রকাশিত: ০৫:০০, ১ আগস্ট ২০১৭

কর ফাঁকি মামলায় আদালতে রোনাল্ডো

স্পোর্টস রিপোর্টার ॥ ছিলেন অবকাশ যাপনে। বিশ্রামের জন্য প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে খেলেননি। ছুটি কাটিয়ে মাদ্রিদে ফেরা মাত্রই উটকো ঝামেলায় পড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কর ফাঁকি মামলার শুনানির জন্য আদালতে হাজির হতে হয়েছে রিয়ালের পর্তুগীজ সুপারস্টারকে। সোমবার মামলার হাজিরা দিতে স্প্যানিশ আদালতে স্থানীয় সময় বেলা ১১টা ৩০ মিনিটে উপস্থিত হন সি আর সেভেন। আদালতে কর ফাঁকির বিষয়ে নিজের বিবৃতি দেয়ার কথা সিআর সেভেনের। স্প্যানিশ আদালতের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্য জানায়, সাংবাদিকদের ভিড় এবং নানা রকম প্রশ্নোত্তর এড়াতে বিকল্প দরজা দিয়ে কোর্টে প্রবেশ করেন ফিফা সেরা তারকা। ২০১১ সাল থেকে ২০১৪ পর্যন্ত মোট অঙ্কের কর ফাঁকি দেন বলে রোনাল্ডোর বিরুদ্ধে অভিযোগে তোলে স্পেনের কর বিভাগ। প্রসিকিউটররা বলেছেন, রোনাল্ডো জেনে-বুঝে ২০১০ সালে এমন একটা ব্যবসায়িক কাঠামোর আশ্রয় নিয়েছিলেন, যেটা স্পেনে ‘ইমেজ রাইট’ থেকে রোনাল্ডো আয় লুকাতে সাহায্য করেছিল। যদিও শুরু থেকেই সেই অভিযোগ অস্বীকার করে আসছেন রোনালদো। এর জের ধরে কিছুদিন আগে রিয়াল মাদ্রি ছাড়ার ঘোষণাও দেন তিনি। কর ফাঁকির মামলায় পরাস্ত হলে মোটা অঙ্কের জরিমানাসহ প্রায় সাড়ে তিন বছরের জেল হতে পারে সুদর্শন এই তারকার। গত জুনে রোনাল্ডোর বিরুদ্ধে ১৪.৭ মিলিয়ন তথা এক কোটি ৪৭ লাখ ইউরো ফাঁকির অভিযোগ ওঠে। এরপর হয় তার বিরুদ্ধে কর ফাঁকির মামলা।
×