ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে সুজন

প্রকাশিত: ০৪:৫৯, ১ আগস্ট ২০১৭

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে সুজন

স্পোর্টস রিপোর্টার ॥ সোমবার শারীরিক অবস্থার কিছু উন্নতি হয়েছে। কিন্তু এখন পর্যন্ত শঙ্কামুক্ত হননি খালেদ মাহমুদ সুজন। এ কারণে সোমবার রাতেই তাকে সিঙ্গাপুরে নেয়া হয়েছে উন্নত চিকিৎসার জন্য। এদিন বিকেলেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে তথ্যটি নিশ্চিত করা হয়। শনিবার মধ্যরাতে গুরুতর অসুস্থ হয়ে পড়ার পর থেকেই সুজন নিবিড় পর্যবেক্ষণে ছিলেন (আইসিইউ)। তাকে লাইফ সাপোর্টেও রাখা হয়েছিল। সেই অবস্থার উন্নতি হওয়ার পরই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এ সাবেক অধিনায়ক, ম্যানেজার এবং ঘরোয়া ক্রিকেটে কোচ এবং বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত হয়। শনিবার মধ্যরাতে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন সুজন। এরপর তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় রবিবার সকালে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। ৪৬ বছর বয়সী সুজন উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন। সেখানে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে। তবে সোমবার হাসপাতালে সুজনকে দেখার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদ মাধ্যমকে বলেন, ‘গতকাল (রবিবার) রাতে যখন ওর অবস্থা জেনেছি তখন কোন সাড়াই দিচ্ছিল না। তবে সকালে অবস্থার উন্নতি হয়েছে। পুরোপুরি শঙ্কামুক্ত নন তিনি। রাত ১১টায় আরও উন্নত চিকিৎসার জন্য এয়ার এ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাচ্ছি। আশা করছি তিন-চারদিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে আগের সুজন ফিরে আসবেন।’ সুজনের সঙ্গে বিসিবির একজন চিকিৎসক ও পরিবারের একজন সদস্য সিঙ্গাপুর যাবেন বলেও জানান বোর্ড সভাপতি। সহকর্মীকে দেখতে এদিন হাসপাতালে যান বিসিবির পরিচালক ও কোচিং স্টাফদের অনেকেই। এর আগে সোমবার সকালে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, সুজনের লাইফ সাপোর্ট আপাতত সরিয়ে নেয়া হয়েছে। তবে তাকে আইসিইউতেই রাখা হয়েছে।
×