ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ব্রাজিলিয়ান সুপারস্টারকে বিদায় বলে দিয়েছেন মেসি, নতুন ক্লাবে শুরু জার্সি বিক্রি, স্বদেশী কুটিনহোকে প্যারিসে চান তিনি

পিএসজিতে নেইমারের মেডিক্যাল পরীক্ষা!

প্রকাশিত: ০৪:৫৯, ১ আগস্ট ২০১৭

পিএসজিতে নেইমারের মেডিক্যাল পরীক্ষা!

স্পোর্টস রিপোর্টার ॥ কোনভাবেই নেইমারকে আটকাতে পারছে না স্প্যানিশ পরাশক্তি বার্সিলোনা। তাদের অন্যতম সেরা তারকাকে প্যারিসে উড়িয়ে নিচ্ছে ফরাসী জায়ান্ট প্যারিস সেইন্ট-জার্মেইন (পিএসজি)। এখন নাকি দল পাল্টানো সময়ের ব্যাপার। নেইমারের বার্সা অধ্যায় আজই শেষ হয়ে যেতে পারে। কাতালানদের হয়ে প্রাক-মৌসুম প্রস্তুতিতে অংশ নেয়ার পর আপাতত চীনে আছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। সেখান থেকে পিএসজির মেডিক্যাল পরীক্ষা দেয়ার জন্য যাওয়ার কথা কাতারে। মেডিক্যাল পরীক্ষার পরপরই ফরাসী ক্লাবটির সঙ্গে চুক্তিতে আবদ্ধ হবেন। মেডিক্যাল পরীক্ষা হওয়ার কথা আজই, চুক্তিটাও হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। পিএসজির মালিক আল খেলাইফি কাতারের। যে কারণে কাতারেই নেইমারের মেডিক্যাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমন খবর দিচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। প্রাক-মৌসুম প্রস্তুতির পরপরই স্পন্সরশিপের কারণে চীনে যেতে হয়েছে নেইমারকে। সোমবার চীনে পৌঁছার সংবাদ নিজের সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে নিশ্চিত করেন ব্রাজিলিয়ান তারকা। স্পন্সরদের সঙ্গে আনুষ্ঠানিকতা সেরে সেখান থেকে কাতারে মেডিক্যাল পরীক্ষার জন্য যাওয়ার কথা। নেইমারকে ন্যু-ক্যাম্পে রেখে দেয়ার লক্ষ্যে ২২২ মিলিয়ন ইউরোর বিশাল রিলিজ ক্লজ বেঁধে দিয়েছে বার্সিলোনা। সেই আকাশছোঁয়া মূল্য পরিশোধ করেই সেলেসাও তারকাকে পেতে প্রস্তুত পিএসজি। চলতি সপ্তাহের মধ্যেই পিএসজির সঙ্গে নেইমার পাঁচ বছরের চুক্তিতে আবদ্ধ হবেন বলে স্প্যানিশ এবং ফরাসী গণমাধ্যমগুলোর জোর দাবি। নেইমারের সম্ভাব্য বদলি হিসেবে কাকে ন্যু-ক্যাম্পে আনা হবে সেই পরিকল্পনাও আগেই ঠিক করে রেখেছিল বার্সিলোনা। বেশ কয়েকজন খেলোয়াড়কে টার্গেট করার পর এবার সংক্ষিপ্ত তালিকাও তৈরি করে বার্সা। স্প্যানিশ পত্রিকাগুলোর দাবি, নেইমারের জায়গা পূরণের জন্য তিনজনের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে ন্যু-ক্যাম্পের দলটি। যেখানে আছেন জুভেন্টাসের আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা, এ্যাটলেটিকো মাদ্রিদের ফরাসী ফরোয়ার্ড এ্যান্টোনিও গ্রিজম্যান ও লিভাপুলের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিলিপ কুটিনহো। তবে কুটিনহোর আশা ছেড়ে দিতে হচ্ছে বার্সাকে। কেননা নেইমার স্বদেশী এই মিডফিল্ডারকে পিএসজিতে চেয়েছেন। জোর গুঞ্জন চলছে, পিএসজির সঙ্গে দেন-দরবারের সময়ই নাকি নেইমার কুটিনহোকে প্যারিসে আনার জন্য ক্লাবের কাছে দাবি জানান। ব্রাজিল জাতীয় দলের সতীর্থ দানি আলভেজ, থিয়াগো সিলভা ও লুকাস মৌরা আগে থেকেই পিএসজিতে আছেন। কুটিনহো ও নেইমার যোগ দিলে ফরাসী ক্লাবটি ‘মিনি ব্রাজিলে’ পরিণত হবে। আর তেমনটি হলে, ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের জন্য এই ব্রাজিলিয়ান খেলোয়াড়দের মধ্যে দারুণ বোঝাপড়া গড়ে উঠবে। সেটি মাথায় রেখেই হয়ত নেইমার কুটিনহোকে পিএসজিতে চাচ্ছেন। প্রিয় বন্ধু নেইমারের সম্ভাব্য বিদায় বুঝতে পেরে লিওনেল মেসি নাকি বিদায় বলে দিয়েছেন সেলেসাও তারকাকে। মিয়ামিতে রিয়ালের বিরুদ্ধে এল ক্লাসিকো জয়ের দিনেই নেইমারকে আবেগী বিদায় জানান মেসি। স্প্যানিশ বিভিন্ন সূত্রের বরাতে সেটা জানিয়েছে ব্রিটিশ এক দৈনিক। পত্রিকাটি দাবি করেছে, মেসি তার লাতিন আমেরিকান ক্লাব সতীর্থকে বিদায় জানিয়ে লীগ ওয়ানে তার সাফল্য কামনা করেছেন। পত্রিকার আরও দাবি, বিদায়ী অভিবাদনের জবাবে ব্রাজিলিয়ান তারকাও তার ক্যারিয়ারে মেসির ভূমিকার জন্য ধন্যবাদ জানান। নেইমারকে বিদায় জানানোর ইঙ্গিতটা আগে থেকেই একটু একটু করে দিয়ে আসছিলেন মেসি। প্রথমে নিজের ইনস্টাগ্রাম থেকে নেইমারের সঙ্গে থাকা সব ছবি মুছে ফেলেন। এরপর ক্লাসিকোর আগের দিন অনুশীলন শেষে নেইমারকে ছাড়াই অন্য সতীর্থদের সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন আর্জেন্টাইন তারকা। গুঞ্জনের মধ্যেই নতুন আরেক খবর শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, নেইমারের নাম লেখা জার্সি বিক্রিও শুরু করে দিয়েছে পিএসজি! এক ফরাসি সাংবাদিক জানিয়েছেন, পেছনে নেইমারের নাম লেখা জার্সি বিক্রি করছে লীগ ওয়ান জায়ান্টরা। দু’পক্ষের চুক্তির বিষয়টিও অনেক এগিয়েছে বলে দাবি তার। বলা হচ্ছে, পেছনে নেইমারের নাম লেখা জার্সির পর্যাপ্ত মজুদ রাখছে পিএসজি। তবে সেইসব জার্সি খোলাখুলিভাবে উন্মুক্ত বাজারে বিক্রি করার জন্য চুক্তির আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করছে ক্লাবটি।
×