ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোহলিকে নিয়ে সৌরভ ও শাস্ত্রী যা বলছেন...

প্রকাশিত: ০৪:৫৮, ১ আগস্ট ২০১৭

কোহলিকে নিয়ে সৌরভ ও শাস্ত্রী যা বলছেন...

স্পোর্টস রিপোর্টার ॥ বয়স ২৮। অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মাত্র দু-বছর হলো। এমন একজনকে সর্বকালের সেরার দৌড়ে শামিল করাটাকে অনেকেই ভালোভাবে নেবেন না। কিন্তু নামটা যদি হয় বিরাট কোহলি, তবে নড়ে-চড়ে বসতে হবে। নেতৃত্বের ২৭ টেস্টের ১৭টিতে জয়, হার মাত্র ৩টি। সাফল্যের হার ৬২.৯৬ ভাগ। ৬০ টেস্টে ২৭ জয়ে ৪৫.০০ ভাগ সাফল্য নিয়ে এর পরই আছেন মহেন্দ্র সিং ধোনি। কোচ রবি শাস্ত্রীর চোখে ভারতের সর্বকালের সেরা টেস্ট অধিনায়কের দৌড়ে ধোনির পরই কোহলি অবস্থান। প্রিয় শিষ্যের শীর্ষে ওঠারও সুযোগ দেখেন তিনি। তবে এখনই শাস্ত্রীর সঙ্গে একমত নন সৌরভ গাঙ্গুলী। সাবেক অধিনায়ক বলেছেন, এজন্য কোহলিকে বিদেশের মাটিতে ধারাবাহিক জিততে হবে, বিশেষ করে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার কন্ডিশনে। দাদাবাবুর যুক্তি, মোহাম্মদ আজহারউদ্দীন, ধোনি ও সুনীল গাভাস্কারের মতো গ্রেট অধিনায়কও সেখানে খাবি খেয়েছেন। ‘ধোনির ভা-ারে দু-দুটি বিশ্বকাপ (টি২০ ও ওয়ানডে), সঙ্গে একটা টি২০ ফাইনাল ও ওয়ানডের সেমিফাইনাল। মানুষ কেবল ওপর রঙিন পোশাকের সাফল্যটাকেই দেখে, একটু মিলিয়ে দেখবেন টেস্টেও ওর রেকর্ডটা কেমন। সাফল্যের বিচারে ভারতের সেরা অধিনায়ক হিসেবে ধোনির অবস্থান কেথায়। কোহলি সবে শুরু করেছে। যেভাবে এগোচ্ছে, মনে হয় একদিন ধোনিকে ছুঁয়ে ফেলবে।’ বলেন শাস্ত্রী। ভারতকে সবচেয়ে বেশি ৬০ টেস্টে নেতৃত্ব দিয়েছেন ধোনি। ৪৯ টেস্টে ২১ জয়ে তৃতীয় স্থানে সৌরভ ( সাফল্য ৪২.৮৫ ভাগ)। শাস্ত্রী আরও যোগ করেন, ‘বিরাট যেভাবে এগোচ্ছে, ধোনিকে ধরে ফেলতে পারে। ৩৫ বছর ধরে ক্রিকেটের সঙ্গে আছি। নিজে খেলেছি, নেতৃত্ব দিয়েছি, কমেন্ট করেছি, নয়তো কোচ হিসেবে ড্রেসিং রুমের বারন্দায় বসেছি। শচীন টেন্ডুলকর ছাড়া আরও কাউকে এভাবে রেকর্ড দুমড়ে দিয়ে এগোতে দেখিনি। ক্যারিয়ারের মধ্যপথে পৌঁছানের আগেই ও অনেক কিংবদন্তির রেকর্ড ধরে ফেলেছে।’ গল টেস্টে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে (৩০৪ রানের জয়) সফর শুরু করেছে ভারত। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১০৩ রানের দুরন্ত ইনিংস উপহার দিয়ে ফর্মে ফিরেছেন অধিনায়ক কোহলি। সৌরভের মন্তব্য, ‘বিরাটের এখনো আসল পরীক্ষাটা হয়নি। শ্রীলঙ্কা এখন টেস্ট দল হিসেবে খুব ভালো নয়। আমি মনে করি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকায় কেমন করে, সেটিই কোহলির বড় পরীক্ষা।’ শ্রীলঙ্কার বিপক্ষে জয়টা ভারতের জন্য প্রত্যাশিতই ছিল বলে মন্তব্য সাবেক অধিনায়কের, ‘ভারত ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই ভারসাম্যপূর্ণ। তিন বিভাগেই অনেক শক্তিশালী। অন্যদিকে, শ্রীলঙ্কার অবস্থা চিন্তিত হওয়ার মতো। আমি মনে করি, এই কন্ডিশনে ভারত মোটেও চ্যালেঞ্জের মুখে পড়েনি। এটা কোহলি নিজেও ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেছে, ভারত সব বিভাগে আধিপত্য বিস্তার করেই শ্রীলঙ্কাকে হারিয়েছে।’ ভারতের এই পারফরম্যান্স গত দুই বছরের ধারাবাহিক সাফল্যের অংশ বলেই মনে করেন সৌরভ। তিনি আরও বলেন, ‘গত দুই বছরে দুর্দান্ত ক্রিকেট খেলছে ভারত। বিশেষ করে বিদেশের মাটিতে ভারতের পারফরম্যান্স খুবই ভালো। অনিল কুম্বলের অধীনে ওয়েস্ট ইন্ডিজে সবকিছু জিতেছে তারা। ঘরের মাঠের সিরিজগুলোও খেলেছে দুর্দান্ত। সেই ধারাবাহিকতায় এলো গল টেস্টের জয়।’ কোহলির ব্যক্তিগত পারফমেন্স খুব খারাপ হচ্ছে বলে মনে করেন না সৌরভ। তার মতে, টেস্টে কোহলির পারফর্মেন্স নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই, ‘ও কেবল একটি সিরিজেই খারাপ করেছে। চ্যাম্পিয়নস ট্রফি কিংবা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দিয়ে দারুণভাবে ফিরে এসেছে।’
×