ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতেও স্বর্ণপদক কাতিনকা হসজুর, বিশ্ব চ্যাম্পিয়নশিপের শেষ দিনে ফেলপসের রেকর্ডে ভাগ বসালেন ড্রেসেল, ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকেও ;###;স্বর্ণ জিতলেন লিলি কিং

‘আয়রন লেডির ট্রিপল-ডাবল’

প্রকাশিত: ০৪:৫৮, ১ আগস্ট ২০১৭

‘আয়রন লেডির ট্রিপল-ডাবল’

স্পোর্টস রিপোর্টার ॥ একের পর এক ইতিহাস গড়েই চলেছেন কাতিনকা হসজু। রবিবার হাঙ্গেরির এই আইরন লেডি ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতেও স্বর্ণপদক জয়ের স্বাদ পেয়েছেন। সেইসঙ্গে বিশ্ব চ্যাম্পিয়নের টানা তিন আসরে ২০০ এবং ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে স্বর্ণপদক জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়েন তিনি। রবিবার চ্যাম্পিয়নশিপে নতুন রেকর্ড গড়েন হসজু। ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ফিনিশিং লাইন স্পর্শ করতে সময় নেন চার মিনিট ২৯.৩৩ সেকেন্ড। এই প্রতিযোগিতায় রৌপ্য জিতেছেন স্পেনের মিরিয়া বেলমন্টে এবং তৃতীয় হয়ে ব্রোঞ্জ জয়ের স্বাদ পেয়েছেন কানাডার সিডনি পিক্রেম। প্রতিযোগিতা শেষে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে আইরন লেডি হিসেবে খ্যাত হসজু বলেন, ‘আমার জন্য এই সপ্তাহটা খুবই কষ্টের। অবশ্যই অলিম্পিকের সূচীটা একেবারেই ভিন্ন। কেননা সেখানে ৪০০ মিটার ব্যক্তিগত মিডলের ইভেন্ট হয় প্রথম দিনেই। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নশিপে হয় তা শেষ দিনে।’ হসজুর লক্ষ্য এখন ২০২০ অলিম্পিক। টোকিও অলিম্পিকেও ২০০ এবং ৪০০ মিটার ব্যক্তিগত মিডলের শিরোপা নিজের করে রাখতে চান তিনি। এ বিষয়ে হসজু বলেন, ‘টোকিও আমার মাথায় আছে। সেখানে অংশগ্রহণ নিয়ে আমি খুবই রোমাঞ্চিত।’ এদিন আলো ছড়িয়েছেন লিলি কিংও। মেয়েদের ১০০ মিটার ব্রেস্টস্টোকে রেকর্ড গড়ে জিতেছিলেন তিনি। বুদাপেস্টে টুর্নামেন্টের শেষ দিনে ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকেও জিতলেন কিং। এই ইভেন্টেও বিশ্ব রেকর্ড গড়লেন ২০ বছর বয়সী আমেরিকান সাঁতারু। সময় নিলেন ২৯.৪০ সেকেন্ড। এই ইভেন্টে আগের রেকর্ডটি ছিল রুটা মেলুটাইটের। তিনি সময় নিয়েছিলেন ২৯.৪৮ সেকেন্ড। এদিন ছেলেদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে টানা তৃতীয়বারের মতো সোনা জিতেছেন ফান্সের কামি লাকির। রেকর্ড গড়তে সময় নেন তিনি ২৪.৩৫ সেকেন্ড। এদিকে রবিবার ৪ গুণিতক ১০০ মিটার মিডলে রিলেতে জিতে এক আসরে সাতটি স্বর্ণপদক জয়ের রেকর্ড গড়েন যুক্তরাষ্ট্রের ক্যালেব ড্রেসেল। সেইসঙ্গে ছুয়েছেন স্বদেশী কিংবদন্তি মাইকেল ফেলপসের রেকর্ডকে। ২০০৮ সালের বেজিং অলিম্পিকে এক আসরেই আট স্বর্ণ জিতে ইতিহাস গড়েছিলেন মাইকেল ফেলপস। ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিকে যুক্তরাষ্ট্রেরই মার্ক স্পিজের গড়া এক আসরে সাত স্বর্ণ জয়ের রেকর্ডটি ভেঙ্গে দেন ফেলপস। এছাড়া ২০০৭ সালের মেলবোর্ন বিশ্বচ্যাম্পিয়নশিপে সাত স্বর্ণ জয়ের রেকর্ড গড়েছিলেন ফেলপস। এতদিন তার দখলেই ছিল এই রেকর্ড। বুদাপেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপে রবিবার জলমানবের সেই রেকর্ড ছুলেন ক্যালেব ড্রেসেল। এর আগের দিন এক রাতেই তিন স্বর্ণ জয়ের পর ফেলপস-স্পিজের সঙ্গে তার তুলনাও শুরু হয়ে যায়। তবে তাতে ঘোর আপত্তি। বলেছেন, কিংবদন্তিদের সঙ্গে তুলনায় যাওয়ার মতো পর্যায়ে এখনও পৌঁছতে পারেননি তিনি। এবারের বিশ্বচ্যাম্পিয়নশিপে ৩০ মিনিট সময়ের ব্যবধানে ছেলেদের ৫০ মিটার ফ্রিস্টাইল ও ১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে স্বর্ণ জয় করেন ড্রেসেল। পরে ৪ গুণিতক ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতেও (মিশ্র) সতীর্থদের সঙ্গে নিয়ে স্বর্ণ জয়ের গৌরব দেখান তিনি। এতে মাত্র ৯০ মিনিটের মধ্যে তার নামের পাশে যোগ হয় তিন তিনটি স্বর্ণ পদক। এর মধ্য দিয়ে শনিবার অনন্য এক রেকর্ড গড়ে ফেলেন ড্রেসেল। প্রথম আমেরিকান সাঁতারু হিসেবে একদিনে জিতেছেন তিন স্বর্ণ। এরপর ফেলপস নিজেই খুদেবার্তা পাঠিয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন। তবে কিংবদন্তিদের সঙ্গে নিজের তুলনায় আপত্তি তার। এ নিয়ে তিনি বলেন, ‘আমি চাই না মাইকেলের সঙ্গে আমার তুলনা হোক। আমি তাকে ভালোবাসি। আমি নিজেকে এখনই ওই দলের পাশে বসাতে চাই না। আন্তর্জাতিক সাঁতারে আমার পথচলা তো সবে শুরু। আমি শুধুই উপভোগ করে চলেছি, এখন পদক গুনছি না।’
×