ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শারাপোভার ওয়াইল্ড কার্ড

প্রকাশিত: ০৪:৫৮, ১ আগস্ট ২০১৭

শারাপোভার ওয়াইল্ড কার্ড

স্পোর্টস রিপোর্টার ॥ নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর টানা তিনটি টুর্নামেন্টে ওয়াইল্ড কার্ড নিয়ে খেলার সুযোগ পেয়েছিলেন। তবে ওয়াইল্ড কার্ড পাওয়া নিয়ে অনেক সমালোচনা হয়েছে। এমনকি বর্তমান খেলোয়াড়দের অধিকাংশই বিরোধিতা করেছেন। সাবেক বিশ্বসেরা মহিলা টেনিস সেনসেশন মারিয়া শারাপোভা পরে অবশ্য ফ্রেঞ্চ ওপেনে খেলার অনুমতি পাননি। তবে মর্যাদার উইম্বলডনে সুযোগ পেয়েছিলেন বাছাই খেলে মূল লড়াইয়ে যাওয়ার। কিন্তু ইনজুরির কারণে অংশ নেয়া হয়নি। অবশেষে আবার কোর্টে ফিরছেন সুন্দরী মাশা। লস এ্যাঞ্জেলেসে সিনসিনাটি ডব্লিউটিএ টুর্নামেন্টে অংশ নিতে পারবেন তিনি। ওয়াইল্ড কার্ড দেয়া হয়েছে শারাপোভাকে। এটি মৌসুমের শেষ গ্র্যান্ডসøাম ইউএস ওপেনের আগে দারুণ কার্যকর ভূমিকা রাখবে তার জন্য। তবে আগামী সপ্তাহেই সাম্প্রতিক ইনজুরি কাটিয়ে ফিরছেন এ রাশিয়ান তারকা। খেলবেন স্ট্যানফোর্ড ওপেনে। এখন পর্যন্ত বছরের শেষ গ্র্যান্ডসøাম আসর ইউএস ওপেনে খেলার সুযোগ পাবেন কিনা তা নিশ্চিত হয়নি। শারাপোভাকে আরও উন্নতি করতে হবে র‌্যাঙ্কিংয়ে। সেই সুযোগ তিনি পাচ্ছেন সিনসিনাটি ওপেনে। গত এপ্রিলে ৫ গ্র্যান্ডসøাম জয়ী এ তারকা ১৫ মাসের ডোপ নিষেধাজ্ঞা কাটিয়ে আবার কোর্টে ফেরেন। কিন্তু টানা তিনটি টুর্নামেন্টে ওয়াইল্ড কার্ড নিয়ে খেলার সুযোগ পাওয়া নিয়ে চারদিকে বিতর্ক শুরু হয়। সেই কারণে আর ফ্রেঞ্চ ওপেন কর্তৃপক্ষ তাকে ওয়াইল্ড কার্ড দেয়নি। তবে ততোদিনে র‌্যাঙ্কিংয়ে অনেকখানি এগিয়ে এসে উইম্বলডনের বাছাই খেলার সুযোগ করে নেন শারাপোভা। সবাই অপেক্ষা করছিলেন উইম্বলডনে এ রাশিয়ান সুন্দরীকে দেখার জন্য। কিন্তু সেটা আর হয়নি মাশা ইনজুরিতে পড়ায়। এবার মিশনÑ ইউএস ওপেন। ফেরার পর দুটি গ্র্যান্ডসøাম মিস করেছেন। বছরের শেষ গ্র্যান্ডসøামে খেলতে পারবেন মাশা? নিশ্চিত হয়নি বিষয়টা। কিন্তু সেই সুযোগ তৈরি হওয়ার একটি পথ পেয়ে গেছেন তিনি। আগামী ১২ থেকে ২০ আগস্ট অনুষ্ঠিত হবে সিনসিনাটি ওপেন। সেখানে খেলার জন্য ওয়াইল্ড কার্ড পেয়ে গেছেন শারাপোভা। একটু ভাল করতে পারলেই ইউএস ওপেনের দরজা খুলে যাবে তার সামনে। আবার মাতৃত্বকালীন বিশ্রাম শেষে কোর্টে ফেরা ভিক্টোরিয়া আজারেঙ্কাও থাকবেন এই আসরে। এ বিষয়ে টুর্নামেন্ট পরিচালক আন্দ্রে সিলভা বলেন, ‘এই খেলোয়াড়দের সংযুক্তি শক্ত একটি প্রতিযোগিতার ক্ষেত্র সৃষ্টি করবে।’ ৩০ বছর বয়সী শারাপোভা ২০১১ সালে সিনসিনাটিতে চ্যাম্পিয়ন হয়েছিলেন। বর্তমানে ১৭৩ র‌্যাঙ্কিংয়ে থাকা এই রাশিয়ান সুন্দরী মে মাসে রোম মাস্টার্সে খেলার পর থেকেই কোর্টের বাইরে। এপ্রিলে নিষেধাজ্ঞা শেষ হওয়ার দিনেই তিনি কোর্টে ফিরেছিলেন। নতুন করে শুরু করেছিলেন স্টুটগার্টে। প্রত্যাবর্তনের সেই টুর্নামেন্টের সেমিফাইনালে খেলেন শারাপোভা। ইনজুরি সমস্যা কাটিয়ে আবার তিনি ফিরছেন আগামী সপ্তাহে স্ট্যানফোর্ড ওপেন দিয়ে। এখন সবাই তার দিকেই তাকিয়ে থাকবেন। ইউএস ওপেনে খেলার সুযোগ পান কিনা সেটাই এখন দেখার বিষয়।
×