ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যে কোন দলকে হারানোর ক্ষমতা রাখে বাংলাদেশ, অস্ট্রেলিয়ার বিপক্ষে ভাল ;###;খেলার প্রত্যয় টেস্ট অধিনায়কের

মুশফিকের আত্মবিশ্বাস তুঙ্গে

প্রকাশিত: ০৪:৫৭, ১ আগস্ট ২০১৭

মুশফিকের আত্মবিশ্বাস তুঙ্গে

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেট দলে এখন বিশ্ব মানের বেশ কয়েকজন ক্রিকেটার আছেন। তাদের যে সামর্থ্য আছে আন্তর্জাতিক পর্যায়ে ভাল করার সেটা স্বপ্ন দেখায় যে কোন দলের বিরুদ্ধে টেস্ট জেতার। চলতি মাসে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ উপলক্ষে এই কথাগুলো বললেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীম। তবে সেই সঙ্গে এই উপযুক্ত ক্রিকেটারদের ভালভাবে মেলে ধরার পেছনে মূল চ্যালেঞ্জ হিসেবে মুশফিক মনে করেন দীর্ঘ বিরতি দিয়ে টেস্ট খেলতে নামার বিষয়টিকে। বিশ্বের অন্যতম সেরা দল অস্ট্রেলিয়া। তাদের মোকাবেলা করার আগে দীর্ঘ সময় ধরে প্রস্তুতির সময় পেয়েছেন ক্রিকেটাররা। এটা খুবই কার্যকর হবে বলেই মনে করছেন তিনি। সেই সঙ্গে হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে আক্রমণাত্মক মনোভাব নিয়েই অসিদের মোকাবেলা করতে চান মুশফিক। তিনি মনে করেন ইংল্যান্ড দলকে গত বছর দেশের মাটিতে টেস্টে হারিয়ে দেয়ার মেজাজটা দেখাতে পারলে অস্ট্রেলিয়ার বিপক্ষেও জয় সম্ভব। প্রধান কোচ চান্দিকা হাতুরাসিংহে ছুটি কাটিয়ে ফেরার পর শুরু হয়েছে ক্রিকেটারদের ব্যাট-বলের স্কিল অনুশীলন। নতুন ব্যাটিং কোচ মার্ক ও’নীল কাজ করেছেন আলাদাভাবে ব্যাটসম্যানদের নিয়ে। বোলারদের নিয়ে কাজ করেছেন কোর্টনি ওয়ালশ। সোমবার দীর্ঘ অনুশীলনের পর ক্রিকেটারদের বড়সড় একটি ক্লাসও নিয়েছেন হাতুরাসিংহেরা। অস্ট্রেলিয়া সফরে আসা নিয়ে সংশয় আছে। কিন্তু সেসব ভুলে নিজেদের প্রস্তুতিটা ভালভাবে সারছেন মুশফিকরা। এ বিষয়ে মুশফিক বলেন, ‘অস্ট্রেলিয়া দল যদি আসে, আশা করছি অবশ্যই আসবে। সেক্ষেত্রে আমাদের এই প্রস্তুতিটা খুব কাজে লাগবে। এখনও প্রায় এক মাসের মতো আছে। আমার মনে হয় এটা খুব ভাল সুযোগ নিজেদের ভালভাবে প্রস্তুত করার। সবমিলিয়ে ২৮ জন আছি, সবাই বেশ ফিট এবং সবাই বেশ ভাল অবস্থায় আছি।’ এই দলটির হয়ে ১২ বছর খেলছেন মুশফিক। এর মধ্যে প্রায় ৬ বছরই নেতৃত্ব দিয়েছেন। কিন্তু সবসময়ই দলে একজন ভাল মানের গতিময় বোলার এবং খাঁটি লেগস্পিনারের অভাব ছিল। এই চ্যালেঞ্জ সম্পর্কে মুশফিক বলেন, ‘টেস্ট দলের ধারাবাহিক ফলাফল করা বেশ কঠিন এজন্যই। আপনি যত ভালই খেলেন না কেন একটা টেস্ট জেতার জন্য ২০ উইকেট নিতেই হবে। অবশ্যই এক্ষেত্রে বাংলাদেশ একটু পিছিয়ে। ভাল লেগস্পিনার নেই, জেনুইন কুইক বলতে যা বোঝায় সেটা নেই। এ কারণে আসলে আমাদের শক্তি একটু কম। তবে গত কয়েক বছরে আমাদের যে কয়েকজন চমৎকার বোলার বের হয়েছে- যেমন মিরাজ, মুস্তাফিজ এবং সাকিব ও তাইজুল আছে। এরা যদি কয়েকটা ম্যাচ নিয়মিত খেলতে পারে আমার মনে হয় বাংলাদেশ টেস্ট দলটা আরেকটু ভাল হবে।’ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্তমান দলের কেউ টেস্ট খেলার অভিজ্ঞতা সম্পন্ন নয়। বেশ কয়েকজন দুয়েকটা ওয়ানডে খেললেও টেস্ট খেলা হবে এই প্রথম। অস্ট্রেলিয়া অন্যতম শক্তিধর টেস্ট দল। এ বিষয়ে নিজেদের নিয়ে মুশফিক বলেন, ‘আমরা ইংল্যান্ডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব কিনা সেটা নিয়ে ছিল সংশয়। কারণ, এর আগে ৫দিন যে ভালমতো লড়াই করা সেটাও কিন্তু পারিনি। কিন্তু গত দুই বছরে আমাদের দলে যোগ্য কিছু খেলোয়াড় এসেছে যারা এখন স্বপ্ন দেখায় যে কোন দলের বিরুদ্ধে টেস্ট জেতার। তো আমি মনে করি এই কন্ডিশনে যদি আমরা ইংল্যান্ডের মতোই নিজেদের মেলে ধরতে পারি এবং ঘরের সুবিধাটা নিতে পারি তাহলে অস্ট্রেলিয়াকে হারানো অসম্ভব কিছু নয়। সেটার জন্যই আমরা প্রস্তুতি নিচ্ছি। আর মূল ব্যাপার হচ্ছে আমরা যদি আমাদের সেরাটা খেলতে পারি যে কোন দলকেই হারাতে পারি বাংলাদেশ দলের সেই সামর্থ্যটা আছে।’ আসল চ্যালেঞ্জ দীর্ঘ বিরতি দিয়ে টেস্ট খেলা। এ বিষয়ে মুশফিকের মন্তব্য, ‘আমাদের সবসময় একটা চ্যালেঞ্জ থাকে অনেক দিন পরপর টেস্ট খেলি। টেস্ট হচ্ছে সর্বোচ্চ শ্রেণীর ক্রিকেট। এমন ক্রিকেট অনেক দিন পর খেলাটা আসলে আমাদের জন্য কঠিনই হয়ে যায়। আমরা শুনেছি অস্ট্রেলিয়া অনেক আক্রমণাত্মক ক্রিকেট খেলে। আর আমরা চেষ্টা করব আমাদের কন্ডিশনে নিজেদের মধ্যে যে আক্রমণাত্মক মনোভাব আছে সেটা বজায় রাখা।’ টেস্ট দল মুশফিকের ব্যাটিংয়ে অনেকাংশে নির্ভরশীল। কিন্তু মুশফিক তার দলের বেশ কয়েকজন ব্যাটসম্যানের ওপর নিজের নির্ভরতার কথা জানালেন, ‘আমিতো সবসময় নির্ভর করি আমার ওপেনারদের ওপর যে তারা একটা ভাল শুরু দেবে। আর তামিম এক্ষেত্রে অসাধারণ। কারণ গত কয়েক বছর ধরে সে যেভাবে খেলছে সেটা শুধু বাংলাদেশ দলের জন্যই না বিশ্ব ক্রিকেটেই বেশ বিরল। এছাড়া সাকিব এবং রিয়াদ ভাই আছে। আর তরুণদের মধ্যে সাব্বির, সৌম্যরাও কিন্তু পিছিয়ে না, মুমিনুল আছে। এজন্য আমি বলব আল্লাহর রহমতে এই মুহূর্তে আমাদের ব্যাটিং বিভাগ অন্য অনেক দলের চেয়ে বেশ ভাল। যে কোন ভাল দলের লক্ষণ হচ্ছে টপ ব্যাটসম্যানরা কিন্তু ভাল থাকা, সেটা আমাদের আছে।’
×