ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:৪৩, ১ আগস্ট ২০১৭

টুকরো  খবর

দাউদকান্দিতে বাড়িতে হামলা চালিয়ে খুন নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ৩১ জুলাই ॥ দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নের ঝাউতলী গ্রামে জেঠাত ভাইয়ের পিটুনিতে চাচাত ভাই জসিম উদ্দিন (৫০) খুন হয়েছে। জানা গেছে সোমবার সকাল সাড়ে ৮টায় উপজেলার গোয়ালমারী ইউনিয়নে ঝাউতলী গ্রামে বাড়ির সীমানা নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে সাহেব আলী প্রধানের ছেলে জাহাঙ্গীর আলম ও আলমগীর হোসেন জসিম উদ্দিনের বসতবাড়িতে প্রবেশ করে হামলা চালিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় জসিম উদ্দিনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। সিলেটে লাশ উদ্ধার সিলেট অফিস জানায়, সিলেটের বিয়ানীবাজারে জলাশয় থেকে এক কিশোর অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত কিশোরের নাম মাসুদ আহমদ (১৭ সে শেওলা ইউনিয়নের চারাবই গ্রামের সুজন মিয়ার পুত্র। সোমবার সকালে উপজেলার আলীনগর ইউনিয়নের কনকলস এলাকার একটি জলাশয়ে লাশ ভেসে থাকতে দেখে এলাকাবাসী পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। জানা যায়, গত বৃহস্পতিবার রাতে সিলেটের সুরমা গেট এলাকা থেকে মাসুদ নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা জানান এ সময় মাসুদের সঙ্গে একটি অনটেস্ট সিএনজি অটোরিক্সা ছিল। পুলিশ লাশ উদ্ধার করলেও অটোরিক্সা উদ্ধার করতে পারেনি। ছেলেকে খুন করে পিতার আত্মহত্যা স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ মানসিক ভারসাম্যহীন এক পিতা তার শিশু সন্তানকে গলা কেটে খুন করে নিজে আত্মহত্যা করেছে। সোমবার সকালে শহরের পেয়ারা বাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো শিশু সন্তান সাইদী হাসান (৬) ও তার পিতা রাশেদুল হাসান (৪০)। তাদের বাড়ি রংপুরের মিঠাপুকুর থানার বড় হযরতপুর গ্রামে। পুলিশ ও এলাকাবাসী জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া পেয়ারা বাগান এলাকার স্থানীয় আবুল হোসেনের বাড়িতে বাবা মা ও ছেলে সাইদী হাসানকে নিয়ে ভাড়া থাকত রাসেদুল। তার স্ত্রী থাকত দেশের বাড়ি রংপুরে। মানাসিক রোগী রাশেদুল সোমবার সকালে তার শিশুপুত্রকে ধারালো ছুরি দিয়ে বাড়ির পাশে নালায় নিয়ে গলাকেটে হত্যা করে। গাছের ডাল পড়ে গৃহবধূর মৃত্যু সংবাদদাতা, বেড়া, পাবনা, ৩১ জুলাই ॥ প্রতিবেশীর কাটা গাছের ডাল মাথার ওপর পড়ে লাইলী বেগম (৪০) নামের এক গৃহবধূ মারা গেছেন। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল সাড়ে নয়টায় বেড়া উপজেলার আমিনপুর থানার দাঁতিয়া পালপাড়া গ্রামে। জানা যায়, ওই গ্রামের মাহফুজুল সিকদার রাস্তার পাশে একটি কড়ই গাছের ডাল কাটছিল। এ সময় ওই গৃহবধূ গাছের নিচ দিয়ে যেতে নিলে কাটা ডালটি তার মাথার ওপর পড়ে। রেলপথের দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জলঢাকায় রেলপথ স্থাপনের দাবিতে সোমবার দুপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী। জলঢাকা রেলপথ চাই কমিটির আয়োজনে শহরের জিরোপয়েন্ট মোড়ে মানববন্ধন ও সমাবেশে সকল স্তরের মানুষ অংশ নেয়। জলঢাকা রেলপথ চাই কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুল গফফারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেনÑ বিশিষ্ট সমাজসেবক পিজিরুল আলম দুলাল, সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু, শ্রমিক লীগ সভাপতি জসির উদ্দিন, আ’লীগ নেতা একে আজাদ, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম মিতু প্রমুখ। পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু নিজস্ব সংবাদদাতা,পটিয়া, ৩১ জুলাই ॥ মাছ ধরতে গিয়ে চট্টগ্রামের পটিয়ায় নজরুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধ মারা গেছেন। সোমবার সকাল ৯টায় পটিয়া থানা পুলিশ উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের চানখালি খালের একটি শাখা খাল থেকে তার লাশ উদ্ধার করে। পুলিশ জানান, বৃদ্ধ নজরুল বাড়ির পাশে কৃষি জমিতে শিমের বিচি লাগাতে রবিবার বের হয়। সঙ্গে নিয়ে যান একটি মাছ ধরার জাল। কিন্তু ওইদিন রাতে তিনি আর বাড়িতে ফেরেনি। সোমবার সকালে খালে লাশ ভাসতে দেখে পুলিশ লাশটি উদ্ধার করে। ডিমলায় শিশু স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে ডুবে তালহা নামে দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে নীলফামারীর ডিমলা উপজেলার নাউতরা ইউনিয়নের পুর্বপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। শিশুটি ওই গ্রামের তহিবুল ইসলামের একমাত্র সন্তান। বিদ্যুতস্পৃষ্টে সাবেক মহিলা মেম্বারের মৃত্যু স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ পোকখালীতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে সাবেক ইউপি সদস্য পারভীন আকতারের মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। পারভিন আকতার পশ্চিম ইছাখালীর মোহাম্মদ রশিদের স্ত্রী। তিনি ইউনিয়ন পরিষদের ১, ২, ৩নং সংক্ষিত ওয়ার্ডের সাবেক নারী সদস্য। মা সমাবেশ নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ৩১ জুলাই ॥ মির্জাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ হয়েছে। সোমবার সকাল ১১ টায় পাকুল্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গনে এ সংবর্ধনা ও মা সমাবেশ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গোলাম নওজব পাওয়ার চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন মির্জাপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা খলিলুর রহমান, জামুর্কী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না রায়, স্থানীয় আওয়ামীলীগ নেতা ইলিয়াস আলী প্রমুখ। ছাত্রীদের সাইকেল বিতরণ নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ৩১ জুলাই ॥ কেশবপুরে নারী শিক্ষার অগ্রগতি ও উন্নয়নে দরিদ্র ও মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের অর্থায়নে ৩৩টি মাধ্যমিক বিদ্যালয়ের ৫৫ ছাত্রীকে সাইকেল ও জয়বাংলা প্লাকার্ড প্রদান করা হয়। জাতীয় স্কুল ও মাদ্রাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে রবিবার বিকেলে শহরের পাবলিক ময়দানে। বালক ও বালিকা দু’গ্রুপের ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলার পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছয় লাখ টাকার ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া ওই অনুষ্ঠানে ৭২ মাধ্যমিক বিদ্যালয় ও ৫৩ মাদ্রাসার ২৪৪ দরিদ্র শিক্ষার্থীকে স্কুল ড্রেস প্রদান করা হয়েছে। বাল্যবিয়ে প্রতিরোধে আট কিশোরীকে সম্মাননা স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বাল্যবিয়ে প্রতিরোধের স্বীকৃতি হিসেবে সম্মাননা প্রদান এবং যুব ও শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিয়ে বিরোধী উদ্বুদ্ধকরণ সমাবেশ সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে। নগরীর বরিশাল ক্লাব মিলনায়তনে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর আয়োজনে কর্মসূচী প্রধান ফারহানা হাফিজের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন এমপি জেবুন্নেছা আফরোজ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ নুরুল আলম, জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, অতিরক্তি জেলা প্রশাসক মোঃ জাকির হোসেন, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান প্রমুখ।
×