ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত চার

প্রকাশিত: ০৪:৩৬, ১ আগস্ট ২০১৭

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত চার

স্টাফ রিপোর্টার, বগুড়া, অফিস ॥ সোমবার সকালে শেরপুর উপজেলার ঘোগাবটতলা এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলোÑ মোসলেম উদ্দিন (৩৫) ও মোহাম্মাদ আলী (৩৪)। তারা বাস যাত্রী ছিলেন। আহতদের মধ্যে ৫ জন বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ জানায় সকাল ৬টার দিকে রংপুরগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকাগামী ভুট্টাবোঝাই একটি ট্রাকের মুখোমুুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেয়ার পথে একজন এবং চিকিৎসাধীন অবস্থায় আরও ১ জন মারা য়ায়। দুর্ঘটনায় ট্রাকটি রাস্তার ওপর উল্টে যায় এবং বাসের একাংশ দুমড়ে-মুচড়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। রূপগঞ্জে বালু শ্রমিক নিজস্ব সংবাদদাতা রূপগঞ্জ থেকে জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালুবাহী বলগেটের ধাক্কায় সাক্কাত আলী (৪৫) নামে এক মাটি শ্রমিক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন, আরও পাঁচজন। সোমবার দুপুরে উপজেলার ইছাপুড়া এলাকার বালু নদীতে ঘটে এ দুর্ঘটনা। বাগেরহাটে শিশু স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, বিসিক শিল্পনগরী এলাকায় মালবোঝাই ট্রলির চাপায় ফয়সাল মিনা নামে ৭ বছরের এক শিশু নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সকালে বাগেরহাট বিসিক শিল্পনগরী এলাকার রিগান মিনা ও তার ছেলে ফয়সাল মিনা সড়ক পারাপারে সময়ে মালবোঝাই ট্রলিটি শিশুটিকে চাপা দেয়ে।
×