ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নীলফামারীর তিন সরকারী হাসপাতালে সিজারিয়ান

প্রকাশিত: ০৪:৩৫, ১ আগস্ট ২০১৭

নীলফামারীর তিন সরকারী হাসপাতালে সিজারিয়ান

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জেলার তিনটি সরকারি হাসপাতালে বিনা খরচে সিজারিয়ান সেকশন শুরু হয়েছে। সোমবার জেলা সদর আধুনিক হাসপাতালে, ডোমার ও জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান সেকশন শুরু করা হয়। প্রথম দিন এই তিন হাসপাতালে ছয়জন মা সিজারিয়ানের মাধ্যমে সুস্থ্য সন্তানের জন্ম দেন। এ জন্য ওই পরিবারগুলোকে কোন খরচ বহন করতে হয়নি। বিনা খরচে সরকারী হাপাতালে তারা এই সুবিধা পেলো। দীর্ঘদিন পর আবার সিজারিয়ান চালু হওয়ায় সীমাহীন দূর্ভোগ থেকে রক্ষা পেলে এলাকাবাসী। এদিকে হাসপাতালে সিজারিয়ান অপারেশন চালু হওয়ার খবরে অসংখ্য গর্ভবর্তী মা সরকারী হাসপাতালে ছুটে আসছেন। চিকিৎসরা তাদের পরীক্ষা নিরিক্ষা করে সন্তান জন্মের তারিখ সহ প্রয়োজনী ব্যবস্থা প্রদান করছে। ডোমার হাসপাতালে সদ্য সিজারিয়ানের মাধ্যমে জন্ম দেয়া এক পুত্র সন্তানের মা উপজেলার হরিণচড়া গ্রামের মশিউর রহমানের স্ত্রী ফেরদৌসী বেগম জানান, সরকারী হাসপাতালে বিনা খরচে এই সুযোগ পেয়ে তিনি খুব খুশী। তা না হলে বাহিরে বে-সরকারী ক্লিনিকে সিজার করাতে গেলে অনেক টাকা লাগলো। তার মতো এখন শুধু হাসি ঝরছে সদ্য মা হওয়া লাইজু, ডলি ও কাকনের মুখে।যে ছয়টি সিজারিয়ান করা হয় এতে নবজাতক ও মা উভয়ে সুস্থ রয়েছে। ডোমার উপজেলাবাসী এই খবরে মহা খুশী। ডোমার উপজেলা হাসপাতাল প্রতিষ্ঠা হবার পর ৫৫ বছরেও সিজারিয়ান সহ অন্য কোন অপারেশন চালু ছিল না।
×