ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়

সিএসই বিভাগের কম্পিউটার ক্লাব উদ্বোধন

প্রকাশিত: ০৪:৩৩, ১ আগস্ট ২০১৭

সিএসই বিভাগের  কম্পিউটার ক্লাব উদ্বোধন

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স রুমে কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে প্রাইমএশিয়া কম্পিউটার ক্লাবের (পিসিসি) উদ্বোধন এবং ‘ক্যারিয়ার বিল্ড-আপ এস সফ্টওয়ার ইঞ্জিনিয়ার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ কে এম আশরাফুল হক প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য দেন এবং প্রাইমএশিয়া কম্পিউটার ক্লাবের (পিসিসি) উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রফেসর শেখ মোঃ হাসানুজ্জামান। সভাপতিত্ব করেন এরশাদুল এইচ চৌধুরী। -বিজ্ঞপ্তি। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ৩১ জুলাই ॥ চিকুনগুনিয়া, ডেঙ্গুসহ বিভিন্ন রোগ প্রতিরোধে এবং জেলার সকল দফতরসহ ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখতে একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। একইসঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় ফলদ, বনজ ও ঔষধিসহ বিভিন্ন প্রজাতির গাছের চারারোপণ করা হয়েছে। নড়াইল জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরীর আহ্বানে নড়াইল জেলার তিন উপজেলার সকল সরকারী দফতর বেসকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচী পালনের অনুরোধ জানানো হয়। এবং প্রতিষ্ঠানের ক্যাম্পাস ও পতিত জমিতে গাছের চারা লাগানোর অনুরোধ জানানো হয়। সেলাই মেশিন উপহার নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৩১ জুলাই ॥ স্বামীর সামান্য আয়ে দুমুঠো খাবার জোগাতে কষ্ট হওয়ায় একটি সেলাই মেশিন কিনতে পারছিলেন না গৃহবধূ হাওয়া বেগম। অনেকের দ্বারে দ্বারে ঘুরেও কোন ফল পায়নি সে। সাংবাদিক আয়শা আকাশীর ফেসবুকের স্ট্যাটাসের মাধ্যমে চার বন্ধুর সহযোগিতায় গৃহবধূ হাওয়া বেগমকে একটি সেলাই মেশিন উপহার দেয়া হলো। মাদারীপুর পুরান বাজার টুম্পা ইলেক্ট্রো কর্নারে নকশি কাথা ও ফ্রেন্ডস অব নেচারের আয়োজনে রবিবার রাত ৮টার দিকে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রামের সরদার কাওছার আলমের স্ত্রী হাওয়া বেগমের হাতে সেলাই মেশিন তুলে দেয়া হয় ।
×