ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রাম বন্দরে সিঙ্গাপুরগামী কন্টেনার থেকে শ্রমিক উদ্ধার

প্রকাশিত: ০৪:২০, ১ আগস্ট ২০১৭

চট্টগ্রাম বন্দরে সিঙ্গাপুরগামী কন্টেনার থেকে শ্রমিক উদ্ধার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বন্দরে সিঙ্গাপুরগামী কন্টেনার থেকে এক শ্রমিককে উদ্ধার করা হয়েছে। বন্দর নিরাপত্তা বিভাগের কর্মীরা সোমবার সকালে বন্দর ৪ নম্বর গেট এলাকায় বাবুল ত্রিপুরা (৩০) নামের এ শ্রমিককে উদ্ধার করেন। বন্দর নিরাপত্তা বিভাগ সূত্রে জানা যায়, সীতাকু-ের কুমিরায় অবস্থিত বেসরকারী কন্টেনার ডিপো কেডিএস লজিস্টিকস থেকে কন্টেনারটি এসেছিল চট্টগ্রাম বন্দরে। বন্দর ৪ নম্বর গেট দিয়ে ঢোকানোর সময় এর ভেতর থেকে মানুষের চিৎকার শোনা যায়। তখন নিরাপত্তা বিভাগের কর্মীরা কন্টেনার খুলে বাবুলকে বের করে আনে। তার বাড়ি খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায়। তিনি কেডিএস লজিস্টিকে শ্রমিক হিসেবে কাজ করে থাকেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (এ্যাডমিন এন্ড প্ল্যানিং) জাফর আলম সাংবাদিকদের জানান, শ্রমিক বাবুল ত্রিপুরা রবিবার রাতে কাজ করে কন্টেনারে ঘুমিয়ে পড়েছিলেন। এটি ছিল সিঙ্গাপুরে রফতানির কন্টেনার। যথারীতি কন্টেনারটি সিল করা হয় বাইরে পাঠাবার উদ্দেশ্যে। কিন্তু সকালে বন্দর ৪ নম্বর জেটি দিয়ে ঢোকানোর পর এর ভেতর থেকে চিৎকার এবং নড়াচড়ার শব্দ শোনা যায়। তারপর সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। বাবুলকে প্রথমে চট্টগ্রাম বন্দর হাসপতালে এবং পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি সুস্থতার দিকে বলে জানা গেছে হাসপাতাল সূত্রে। প্রতিবাদ গত ২৯ জুলাই দৈনিক জনকণ্ঠের ২য় পাতার ১ম কলামে ‘চক বাজার জাসদ নেতা মঞ্জু সন্ত্রাসীদের গুলিতে নিহত’ শিরোনামে প্রকাশিত সংবাদের এক অংশের প্রতিবাদ জানিয়েছেন মোঃ শাহিন খান। তিনি জানান, একটি স্বার্থান্বেষী মহল ঈর্ষান্বিত হয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে আমাকে জড়িয়ে সংবাদ প্রকাশ করেছে, যা বানোয়াট ও ভিত্তিহীন। আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি একজন ব্যবসায়ী, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত রাজনৈতিক কর্মী ও সমাজসেবক।
×