ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

র‌্যাম্প-মডেল রিসিলার আত্মহত্যা

প্রকাশিত: ০৪:১৯, ১ আগস্ট ২০১৭

র‌্যাম্প-মডেল রিসিলার আত্মহত্যা

স্টাফ রিপোর্টার ॥ আত্মহত্যা করেছেন র‌্যাম্প-মডেল রিসিলা বিনতে ওয়াজের। সোমবার সকালে রাজধানীর বাড্ডার বাসায় মডেল রিসিলা আত্মহত্যা করেছেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মডেল অভিনেতা ইমতু রাতিশ। নিজ বাসায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন গুলশান থানার ওসি সিদ্দিকুর রহমান। বর্তমানে রিসিলার লাশ রয়েছে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। কেন আত্মহত্যা করেছেন রিসিলা প্রাথমিকভাবে সেটা এখনও জানাতে পারেনি পুলিশ। তবে রিসিলার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, মডেল রিসিলা মাদকাসক্ত ছিলেন। নেশায় আসক্তির কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা সবার। রিসিলা মূলত র‌্যাম্প ও বিলবোর্ড মডেল হিসেবেই পরিচিত। আড়ং, ক্যা-ক্র্যাফট ছাড়াও বেশকিছু নামী-দামী ফ্যাশন হাউজের মডেল ছিলেন রিসিলা। এছাড়া দেশের বড় বড় র‌্যাম্প শোতে স্টপার হিসেবে কাজ করছেন রিসিলা। কিছু টেলিভিশন নাটকেও দেখা গেছে তাকে। আরও কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে তার কাজ করার কথা চলছিল। বাড্ডা থানার ওসি সিদ্দিকুর রহমান জনকণ্ঠকে বলেন, রিসিলার স্বামী ও মা থানায় এসে একটি অপমৃত্যুর মামলা করেছেন। তার স্বামী ইমরুল হাসান একটি বায়িং হাউজের মালিক। রিসিলার একটি সন্তান রয়েছে। বাড্ডার বাসায় তিনি পরিবারের সঙ্গেই থাকতেন। নিয়মিত নেশা করতেন বলে প্রাথমিক তদন্তে আভাস মিলেছে। মডিউলার স্মার্টফোন বানাবে ফেসবুক ইউএস পেটেন্ট এ্যান্ড ট্রেডমার্ক অফিসে নতুন একটি মডিউলার ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইসের আবেদন করেছে ফেসবুক। এই ডিভাইসটি দিয়ে একটি স্মার্টফোন বানানো হবে, যা ব্যবহারকারীদের ডিভাইসটিতে নতুন নতুন উপাদান যোগ করার সুবিধা দেবে। ‘থ্রিডি প্রিন্টিং’ প্রযুক্তি ব্যবহার করে এই ডিভাইসকে একটি ফোন বা মিউজিক স্পীকার হিসেবে ব্যবহার করা হবে। -বিজনেস ইনসাইডার ফ্রি ক্যাসপারস্কি বিশ্বের অন্যতম শীর্ষ এ্যান্টিভাইরাস সফটওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাব জানিয়েছে, কম্পিউটার সুরক্ষায় তারা বিনামূল্যের একটি পরিষেবা দেবে। ‘ক্যাসপারস্কি ফ্রি’ নামক এই পরিষেবায় ক্যাসপারস্কি এ্যান্টিভাইরাসের বিনামূল্যের সংস্করণ ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। -বিজনেস ইনসাইডার
×