ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডেসটিনির জব্দকৃত স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৭৮৬ কোটি

প্রকাশিত: ০৪:১৮, ১ আগস্ট ২০১৭

ডেসটিনির জব্দকৃত স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৭৮৬ কোটি

স্টাফ রিপোর্টার ॥ দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক জব্দকৃত ডেসটিনির স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ হচ্ছে ৭৮৬ কোটি ২৫ লাখ ১৩ হাজার ৪৮৭ দশমিক ৯৩ টাকা। আদালতের আদেশে জব্দকৃত স্থাবর- অস্থাবর সম্পত্তির এই হিসাব রবিবার আপীল বিভাগে দাখিল করেছেন দুদকের আইনজীবী। মামলার শুনানি আগামী ৩ আগস্ট পর্যন্ত মুলতবি করা হয়েছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দর্শন বিভাগে প্রভাষক পদে খন্দকার তোফায়েল আহমেদের নিয়োগকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছে আপীল বিভাগের চেম্বার জজ আদালত। বিএনপির সাবেক সংসদ সদস্য মোঃ আব্দুল ওহাবের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং তথ্য গোপনের মামলা বিচারিক আদালতে চলবে বলে রায় দিয়েছে সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার অভিযোগ গঠন বাতিল সংক্রান্ত আবেদন খারিজ করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপীলের অনুমতি পেয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও আপীল বিভাগের সাবেক বিচারপতি ফজলুল হক। জাতীয় বধির সংস্থার চেয়ারম্যান পদে প্রশাসক নিয়োগ সংক্রান্ত সমাজসেবা অধিদফতরের জারি করা প্রজ্ঞাপন স্থগিত করেছে হাইকোর্ট। এদিকে বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগে চট্টগ্রাম-১১ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এম এ লতিফের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলার নথি তলব করেছে হাইকোর্ট। একই সঙ্গে এই মামলায় বিচারিক আদালতের খারিজাদেশ কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছে আদালত। বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) হেদায়েত উল্লাহ হত্যার দায়ে মৃত্যুদ-প্রাপ্ত আসামি মোশারফের সাজা কমিয়ে যাবজ্জীবন দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে যাবজ্জীবন দ-প্রাপ্ত জাহাঙ্গীর আলমকে ১০ বছর এবং হারুন উর রশিদকে খালাস দিয়েছে আদালত। সোমবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। ঢাবি শিক্ষকের নিয়োগ অবৈধের রায় চেম্বারেও বহাল ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দর্শন বিভাগে প্রভাষক পদে খন্দকার তোফায়েল আহমেদের নিয়োগকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছে আপীল বিভাগের চেম্বার জজ আদালত। বিএনপি নেতা আব্দুল ওহাবের বিচার চলবে ॥ বিএনপির সাবেক সংসদ সদস্য মোঃ আব্দুল ওহাবের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং তথ্য গোপনের মামলা বিচারিক আদালতে চলবে বলে রায় দিয়েছে সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। আপীলের অনুমতি পেলেন বিচারপতি ফজলুল হক ॥ দুদকের দায়ের করা মামলার অভিযোগ গঠন বাতিল সংক্রান্ত আবেদন খারিজ করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপীলের অনুমতি পেয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও আপীল বিভাগের সাবেক বিচারপতি ফজলুল হক।
×