ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আমিরুল হাসান জনতা ব্যাংকের নতুন মহাব্যবস্থাপক

প্রকাশিত: ০৪:১৬, ১ আগস্ট ২০১৭

আমিরুল হাসান জনতা ব্যাংকের নতুন মহাব্যবস্থাপক

আমিরুল হাসান সম্প্রতি পদোন্নতি পেয়ে জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ের ট্রেজারি এ্যান্ড ফরেন ট্রেড ডিভিশনে যোগদান করেছেন। এর আগে তিনি ব্যাংকের প্রধান কার্যালয়ে উপমহাব্যবস্থাপক ছিলেন। আমিরুল হাসান বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে ১৯৮৮ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদান করেন। দীর্ঘ ২৯ বছরের চাকরি জীবনে তিনি ব্যাংকের বিভিন্ন শাখা এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে দায়িত্ব পালন করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে ফলিত গণিতে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের একজন আজীবন সদস্য। তিনি দেশ ও বিদেশে ব্যাংকিং বিষয়ে বিভিন্ন ট্রেনিং, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশ নেন।-বিজ্ঞপ্তি নওগাঁয় ভূমি উন্নয়ন কর আদায় সাড়ে ৯ কোটি টাকা নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ গত অর্থবছরে নওগাঁ জেলায় সাধারণ ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে ৯ কোটি ৪৮ লাখ ৫ হাজার ৪৫ টাকা। এই সময়ে সাধারণ ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৯ কোটি ৫ লাখ ৬ হাজার ৬৬১ টাকা। ধার্যকৃত লক্ষ্যমাত্রার থেকে ৪২ লাখ ৯৮ হাজার ৩৮৪ টাকা বেশি আদায় হয়েছে। আদায়ের এই হার শতকরা ১০৪ দশমিক ৭৫ ভাগ। এই আদায় আগের বছর থেকেও বেশি। এর আগের বছর আদায়ের হার ছিল ১০০ দশমিক ৯০ ভাগ। নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমিরুল ইসলাম জানান, নওগাঁর মানুষের কর দেয়ার প্রবণতা সন্তোষজনক। কাজেই এই কর আদায়ের হারও সন্তোষজনক হয়েছে। সূত্র মতে, জেলার ১১ উপজেলায় সাধারণ ভূমি উন্নয়ন কর আদায়ের পরিমাণ হলোÑ নওগাঁ সদর উপজেলায় ১ কোটি ২৫ লাখ ৬২ হাজার ২৬৪ টাকা, আত্রাই উপজেলায় ৮০ লাখ ৩৬ হাজার ৮৩২ টাকা, রানীনগর উপজেলায় ৭৬ লাখ ৭৬ হাজার ৩১৫ টাকা, বদলগাছী উপজেলায় ৩৮ লাখ ৩১ হাজার ২১৬ টাকা।
×