ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পাট রফতানিতে আয় বেড়েছে ৪ শতাংশ

প্রকাশিত: ০৪:১৫, ১ আগস্ট ২০১৭

পাট রফতানিতে আয় বেড়েছে ৪ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ পাট ও পাটজাত পণ্য রফতানিতে আয় বেড়েছে। ২০১৬-১৭ অর্থবছরে এ খাত থেকে মোট আয় হয়েছে ৯৬ কোটি ২৪ লাখ ২০ হাজার মার্কিন ডলার, যা এর আগের অর্থবছরের (২০১৫-১৬) তুলনায় ৪ দশমিক ৬৬ শতাংশ বেশি। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ প্রতিবেদন অনুসারে, বাংলাদেশ ২০১৫-১৬ অর্থবছরে পাট ও পাটজাত দ্রব্য রফতানি করে মোট ৯১ কোটি ৯৫ লাখ ৮০ হাজার মার্কিন ডলার আয় করেছিল। ২০১৬-১৭ অর্থবছরে এ খাতে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৯৬ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। এর বিপরীতে আয় হয়েছে ৯৬ কোটি ২৪ লাখ ২০ হাজার মার্কিন ডলার, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ১৫ লাখ ৮০ হাজার ডলার কম। প্রতিবেদনে জানানো হয়েছে, সমাপ্ত অর্থবছরে কাঁচা পাট রফতানিতে আয় হয়েছে ১৬ কোটি ৭৮ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, পাটের সুতা রফতানিতে আয় হয়েছে ৬০ কোটি ৭৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার এবং পাটের বস্তা ও ব্যাগ রফতানিতে আয় হয়েছে ১২ কোটি ৭৫ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। ২০১৫-১৬ অর্থবছরে কাঁচা পাট রফতানিতে আয় হয়েছিল ১৭ কোটি ৩১ লাখ ৭০ হাজার মার্কিন ডলার, পাটের সুতা ও কু-লী রফতানিতে আয় হয়েছিল ৫৫ কোটি ৮৭ লাখ ৩০ হাজার মার্কিন ডলার এবং পাটের বস্তা ও ব্যাগ রফতানিতে আয় হয়েছিল ১২ কোটি ২৫ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। সমাপ্ত অর্থবছরে (২০১৬-১৭) কাঁচা পাট রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল ১৮ কোটি ২০ লাখ মার্কিন ডলার, পাটের সুতা ৫৯ কোটি মার্কিন ডলার এবং পাটের বস্তা ও ব্যাগ ১২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার।
×