ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিস্ময়কর প্রাণী টার্ডিগ্রেড

প্রকাশিত: ০৪:০৯, ১ আগস্ট ২০১৭

বিস্ময়কর প্রাণী টার্ডিগ্রেড

গবেষকরা বলছেন, শত বিপদ বা প্রতিকূল পরিবেশের মধ্যেও বিষ্ময়কর প্রাণী টার্ডিগ্রেডের টিকে থাকার ক্ষমতা অন্য যে কোন প্রাণীর চেয়ে বেশি। এক মিলিমিটারের মতো দীর্ঘ এ অতিক্ষুদ্র প্রাণীটিকে অনেকে বলেন ওয়াটার বিয়ার (পানির ভালুক) । এরা তেজস্ক্রিয়তা, অতিমাত্রায় ঠা-া, চরম পানিশূন্যতা থেকে শুরু করে মহাশূন্যেও টিকে থাকতে পারে। টার্ডিগ্রেড দেখতে অদ্ভূত চেহারার। -বিবিসি কম জন্মহারে উদ্বেগ ব্যাপক প্রচেষ্টা সত্ত্বেও চলতি বছর দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে কম শিশুর জন্ম হবে। প্রায় ৩ লাখ ৬০ হাজার শিশু এ বছর জন্ম নেবে। ফলে অর্থনীতির ওপর বয়স্ক লোকের প্রভাব পড়ায় দেশটিতে উদ্বেগ বাড়ছে। তরুণদের কাজ না পাওয়া ও জীবনযাপনের ব্যয় বৃদ্ধিই এর অন্যতম কারণ। নারীরা বলছে, দুর্বল মাতৃত্বকালীন-ছুটি নীতি এবং পুরুষদের গৃহস্থলির কাজে সাহায্য না করাও এর জন্য দায়ী।-বিবিসি
×