ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফিলিপিন্সে আরও এক মেয়রকে হত্যা

প্রকাশিত: ০৪:০৮, ১ আগস্ট ২০১৭

ফিলিপিন্সে আরও এক মেয়রকে হত্যা

মাদক বিক্রির অভিযোগে রবিবার ফিলিপিন্সের এক মেয়রকে হত্যা করেছে দেশটির পুলিশ। দেশটির কর্তৃপক্ষ বলেছে, প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে ক্ষমতায় আসার পর তার মাদকের বিরুদ্ধে যুদ্ধের সর্বশেষ শিকার ওই মেয়র। স্থানীয় কর্তৃপক্ষ, পুলিশ কর্মকর্তা ও বিচারকদের এ ধরপাকড়ের বিষয়ে বিশেষ নজর রাখতে বলেছিলেন দুতের্তে। তবে মাদক নির্মূলে তার বিপুল জনপ্রিয়তা বাড়লেও মানবাধিকারকর্মীরা তাকে তীব্র নিন্দা ও সমালোচনা জানিয়ে আসছেন। খবর এএফপির। পুলিশ জানায়, খুব ভোরে ওজামিজ শহরের রেনাল্ডো পারোজিনং নামের ওই মেয়রের বাড়িতে অভিযান চালালে এগারো সহযোগীসহ তিনি নিহত হন। পুলিশের আঞ্চলিক মুখপাত্র সপারিনটেন্ডেন্ট লেমুয়েল গোন্ডা বলেন, আমরা তার বাড়িতে তল্লাশির পরোয়ানা নিয়ে গিয়েছিলাম। কিন্তু বাড়ির নিরাপত্তা প্রহরীরা আমাদের তাক করে গুলি ছুড়লে আমরাও পাল্টা প্রতিশোধ নিয়েছি। পুলিশের দাবি, তার বাড়ি থেকে গোলাবারুদ, গ্রেনেড ও অবৈধ মাদক উদ্ধার করা হয়েছে। গত বছর দুতের্তে ফিলিপিন্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন। দেশকে মাদকমুক্ত রাখতে তিনি দশ হাজারেরও বেশি অপরাধীকে হত্যার অঙ্গীকার করেছিলেন। উড়িষ্যায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য উড়িষ্যায় বজ্রপাতে অন্তত ১১ জনের মৃত্যু ও আরও আটজন আহত হয়েছে। সোমবার দেশটির কর্মকর্তারা এ কথা জানান। উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরের উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা ভাদরাক, বলেশ্বর ও কেন্দ্রপাড়ায় হতাহতের এ ঘটনা ঘটে। খবর সিনহুয়ার। স্থানীয় এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘বজ্রপাতে ভাদরাকে পাঁচজন এবং বলেশ্বর ও কেন্দ্রপাড়ায় একজন করে মারা গেছেন।’ তিনি আরও বলেন, ‘বজ্রপাতে আহতদের জেলা হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।’ হতাহতদের অধিকংশই কৃষি শ্রমিক। এরা বজ্রপাতের সময় ধানক্ষেতে কাজ করছিল বা গাছের কাছে দাঁড়িয়ে ছিল। গত সপ্তাহে কাছের অন্ধ্রপ্রদেশে বজ্রপাতে তিনজনের প্রাণহানি ঘটে।
×